রাজ্য জুড়ে চলছে কড়া বিধিনিষেধ । এরই মধ্যে দুয়ারে সরকারের পরে রাজ্য সরকারের উদ্যোগে শুরু হল দুয়ারে ভ্যাকসিন কর্মসূচি। মূলত যারা বৃদ্ধ-বৃদ্ধা কিংবা ৬০ বছরের ঊর্ধ্বে তাঁদের জন্যই এই ব্যবস্থা। শুক্রবার এমন ছবিই ধরা পড়েছে ধূপগুড়ি পুরসভার ২ নং ওয়ার্ডের উত্তর বৈরাতিগুড়ি কালীবাড়ি প্রাথমিক বিদ্যালয়ে। সেখানেই আয়োজন করা হয়এই দুয়ারে ভ্যাকসিন শিবিরের।
আরও পড়ুন মানবাধিকার কমিশনের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের
বাড়ির কাছেই ভ্যাকসিন সেন্টার করে তাঁদের দেওয়া হবে ভ্যাকসিন। যার ফলে কষ্ট করে বহুদূরে যেতে হবেনা তাঁদের। এমনটাই জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত পৌরসভার চেয়ারপার্সন ভারতী বর্মন, ভাইস চেয়ারম্যান রাজেশ সিং। পাশাপাশি ধীরে ধীরে পুরসভার প্রতিটা ওয়ার্ডেই এই শিবির করা হবে বলেও জানান তাঁরা।
আরও পড়ুনআড়াই মাস পর দেশে সক্রিয় রোগী ৮ লক্ষের কম
প্রসঙ্গত, করোনা মোকাবিলায় বর্তমানে রাজ্য সরকারের অগ্রণী ভূমিকা অনস্বীকার্য। কড়া হাতে করোনা মোকাবিলায় যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছে তাঁরা। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে করোনার গ্রাফ নিম্নমুখী। একইসঙ্গে গণটিকাকরণে দেশের শীর্ষস্থানে রয়েছে বাংলা। কাজেই দুয়ারে সরকারের পর ‘দুয়ারে ভ্যাকসিন’ কর্মসূচি এক অনন্য নজির গড়বে বলেই মত সরকারি কর্মকর্তাদের। রাজ্য সরকারের এই উদ্যোগে বেশ খুশি এলাকার মানুষজন থেকে শুরু করে বয়স্করা ।
আরও পড়ুনঅন্তর্বাসে প্রিয়াঙ্কা