কলকাতা : শেক্সপিয়ার সরণি থানার গোর্কি সদন কাণ্ডে আহত ব্যবসায়ী পঙ্কজ সিংয়ের শরীর থেকে বের করা হল গুলি। চিকিৎসকরা মনে করছেন আপাতত বিপদমুক্ত তিনি। গুলি কাণ্ডের কিনারা করতে তৎপর পুলিশ।
কাপড় ব্যবসায়ী পঙ্কজ সিংহ ও তাঁর বাবা ভরত সিংহ রবিবার রাত ৮টা নাগাদ দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন৷ অভিযোগ, পার্ক সার্কাসের দিক থেকে রবীন্দ্র সদনের দিকে যাওয়ার সময়, ৫-৬টি মোটরবাইকে প্রায় ১৫-১৬ জন দুষ্কৃতী ব্যবসায়ীর গাড়ি আটকায়।
গোর্কি সদনের সামনে গাড়ি থেকে নামতেই ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালিয়ে চম্পট দেয় তারা। ব্যবসায়ীর ডান কাঁধে গুলি লাগে। তাঁকে একবালপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে, ওই ব্যাবসায়ীর অবস্থা আশঙ্কাজনক ছিল। অবশেষে সোমবার তাঁর অপারেশন করা হয়। চিকিৎসকেরা গুলি বের করেন। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল। জেনারেল বেডে দেওয়া হয়েছে তাঁকে।
আরও পড়ুন – করোনায় মৃতের অঙ্গ-প্রত্যঙ্গ বিক্রির অভিযোগ, ফের ময়নাতদন্তের নির্দেশ দিল হাইকোর্ট
অন্যদিকে, মিন্টুপার্ক গুলিকাণ্ডের কিনারা করতে প্রতক্ষদর্শীদের ক্রমাগত জিজ্ঞাসাবাদ করছে তদন্তকারীরা। ইতিমধ্যেই রবিবার রাত ১১.২০ মিনিটের পরে ২ মিনিট ৫০ সেকেন্ডের ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ওই সিসিটিভি ফুটেজ দেখেই শুরু হয়েছে তদন্ত।
আরও পড়ুন- মন্ত্রিসভার নতুন সিদ্ধান্ত, পুজোর আগেই প্রাথমিক শিক্ষক নিয়োগ
ফুটেজে ব্যবসায়ীকে ঘিরে ধরে গুলি চালাতে দেখা গিয়েছে৷ সেই ফুটেজ থেকে আততায়ী চিহ্নিত করে কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ৷ গুলি লাগার পর গাড়ির স্টিয়ারিং সামলেছিল পঙ্কজের আরেক বন্ধু। সেই বন্ধুকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মূলত মল্লিকবাজার থেকে রবীন্দ্রসদনের রাস্তায় ঠিক কী কী ঘটেছিল তা জানতে চাইছেন তদন্তকারীরা।