মুম্বাই: দীর্ঘ ৩৩ ঘণ্টার লড়াইয়ের পর অবশেষে শনিবার সকালে মৃত্যু হল মুম্বইয়ের ধর্ষিতার। এদিন মুম্বইয়ের একটি হাসপাতালে চিকিৎসা চলাকালীন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
গতকাল শুক্রবার ভোরবেলা মুম্বইয়ের সাকিনাকা এলাকায় এক মহিলার পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সেখানে একটি টেম্পোর ভেতর থেকে রক্তাক্ত অবস্থায় এক মহিলাকে উদ্ধার করে পুলিশ। বছর ৩৪’র ওই মহিলাকে ভর্তি করা হয় স্থানীয় একটি হাসপাতালে। ওই মহিলাকে নৃশংসভাবে ধর্ষণ করা হয়েছিল বলে হাসপাতাল সূত্রে জানানো হয়। তারপর ঘটনার তদন্তে নেমে মোহন চৌহান নামে এক অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্তের বয়স ৪৫। ধর্ষণ ও খুনের চেষ্টার অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও পুলিশ মনে করছে এই ঘটনায় মোহন ছাড়াও আরও অনেকে জড়িত রয়েছে। অভিযুক্ত মোহনকে জেরা করে বাকিদের খোঁজ পাওয়ার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
আরও পড়ুন: কয়লা কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের তলব ইডির
উল্লেখ্য, মুম্বাইয়ের এই ঘটনা উস্কে দিল ২০১২ সালে দিল্লির ‘নির্ভয়া’ কাণ্ডের স্মৃতি। আজ থেকে প্রায় ৯ বছর আগে নৃশংসভাবে ধর্ষণের শিকার হয়েছিলেন দিল্লির এক প্যারা মেডিক্যাল ছাত্রী। যদিও চিকিৎসার পরও তাঁকে বাঁচাতে পারেননি চিকিৎসকেরা। আর সেই ঘটনাকে কেন্দ্র করে সেই সময় উত্তপ্ত হয়ে ওঠে রাজধানী। দোষীদের শাস্তির দাবিতে রাষ্ট্রপতি ভবনের সামনে বিক্ষোভ দেখায় জনগন। শেষপর্যন্ত পুলিশি হস্তক্ষেপে জলকামান দিয়ে ছত্রভঙ্গ করা হয় সেই জনরোষ। তারপর দীর্ঘ আট বছরের বিচারের পর ২০২০ সালের ২০ মার্চ ফাঁসি হয় ‘নির্ভয়া কাণ্ডে’ জড়িত অপরাধীদের।
আরও পড়ুন: বেহালা জোড়া-খুন রহস্যে আরও জট, ঘটনায় জড়িত একাধিক, আততায়ী অনুমান গোয়েন্দাদের
নির্ভয়া কাণ্ডের পর দীর্ঘ সময় কেটে গেছে। কিন্তু সেই ঘটনার স্মৃতি আজও অমলীন দেশবাসির মনে। কিন্তু বছর ঘুরতেই এবার ফের মুম্বইয়ের ধর্ষণ কাণ্ড আরও একবার পুরোনও স্মৃতি উস্কে দিল বলে মনে করছে ওয়াকিবহালমহল।