কলকাতা: তৃতীয়বার রাজ্যে ক্ষমতায় এসে রাজ্যে কর্মসংস্থানের লক্ষ্যে শিল্পায়নে জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই শিল্পায়নের সঙ্গে জড়িয়ে রয়েছে শ্রম দফতর এবং শ্রমিক সংগঠন। শুক্রবার রাজ্যের শ্রমমন্ত্রীর সঙ্গে দেখা করলেন শাসক দলের শ্রমিক সংগঠনের নেতারা।
তৃণমূলের নবগঠিত শ্রমিক সংগঠনের সভাপতির পদে আসীন হয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। যিনি সংসদের উচ্চকক্ষের সদস্য ছিলেন। তাঁর নেতৃত্বে এদিন তৃণমূলের শ্রমিক সংগঠন INTTUC-র বিভিন্ন জেলার নেতারা দেখা করেন শ্রমমন্ত্রী বেচারাম মান্নার সঙ্গে।
আরও পড়ুন- ‘আমিও কাশ্মীরি পণ্ডিত’, জম্মুতে বললেন রাহুল, ‘সুযোগসন্ধানী’ বলে খোঁচা বিজেপির
কলকাতার ডালহৌসি এলাকায় নিউ সেক্রেটারিয়েট বিল্ডিং-এ শ্রম দফতরে অনুষ্ঠিত হয় ওই বৈঠক। যেখানে হাজির ছিলেন- পূর্ব বর্ধমান জেলা INTTUC-র সভাপতি তথা বিধায়ক গোবিন্দ অধিকারী, পশ্চিম বর্ধমান জেলার INTTUC-র সভাপতি অভিজিৎ ঘটক, বিষ্ণুপুর সাংগঠনিক জেলা INTTUC-র সভাপতি শ্রী সোমনাথ মুখোপাধ্যায়, বাঁকুড়া সাংগঠনিক জেলার INTTUC সভাপতি শ্রী রথীন বন্দ্যোপাধ্যায়, পুরুলিয়া জেলা INTTUC-র সভাপতি শ্রী উজ্জ্বল কুমার, ঝাড়গ্রাম জেলা INTTUC-র সভাপতি শ্রী মহাশীষ মাহাতো ও বীরভূম জেলা INTTUC-র অন্যতম নেতা শ্রী নবগৌরাঙ্গ দাস।