ম্যাঞ্চেস্টার: দীর্ঘ উদ্বেগ, অনিশ্চয়তার মাঝে অবশেষে স্বস্তির আবহ| বিরাট কোহলি সহ স্কোয়াডের সব ক্রিকেটারেরই করোনার রিপোর্ট নেগেটিভ| ম্যাঞ্চেস্টারে ম্যাচ হওয়া নিয়ে আশার আলো দেখছেন সকলে|
সিরিজের শেষ টেস্ট শুরু হওয়ার ২৪ ঘন্টা আগে হঠাত্ই ম্যাচ হওয়া ঘিরে অনিশ্চয়তার কালো মেঘ| কারণ করোনা| বৃহস্পতিবার ভারতীয় দলের সহকারী ফিজিও করোনায় আক্রান্ত হন| সঙ্গে সঙ্গেই বাতিল হয়ে যায় ভারতীয় দলের অনুশীলন| টিম হোটেলে থাকার নির্দেশ বিরাট কোহলিদের|
এরপরই ম্যাচ হওয়া নিয়ে শুরু হয়ে যায় নানান জল্পনা| বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় পর্যন্ত সংশয়ে পড়ে গিয়েছিলেন ম্যাচ হওয়া নিয়ে| ফিজিওর সংস্পর্ষে এসেছেন দলের প্রত্যেকেই| তাই বিরাটদের শিবিরে আর কেউ করোনায় আক্রান্ত হয়েছেন কিনা, তখন সেটা জানাই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়|
সময় নষ্ট না করে ভারতীয় ক্রিকেটারদের আরটি পিসিআর টেস্ট করানো হয় টিম হোটেলেই| ম্যাচের ভাগ্যও তখন নির্ভর করছে রিপোর্টের ওপরই| গোটা দিন জুড়ে ছিল শুধুই উদ্বেগআর অনিশ্চয়তা|
বৃহস্পতিবার ভারতীয় সময় মাঝরাতে অবশেষে স্বস্তির খবর| করোনা নেগেটিভ ভারতীয় দলের প্রত্যেকে| আর সেটাই ম্যাচ হওয়ার ব্যপারে হয়ত সবুজ-সংকেত| পরিস্থিতি খারাপ বোঝার পর কথাবার্তা শুরু হয়ে গিয়েছিল দুই ক্রিকেট বোর্ডের মধ্যেই|
যদিও সরকারীভাবে ম্যাচ নিয়ে এখনই কোনওকিছু জানানো হয়নি, তবে মনে করা হচ্ছে ভারতীয় ক্রিকেটারদের করোনার ফল নেগেটিভ আসায়, শুক্রবার নির্ধারিত সূচি অনুয়ায়ীই হবে ম্যাচ| ব্রিটিশ সংবাদমাধ্যমেও এমনটাই গুঞ্জন|