কলকাতা: বিদায় বেলায় আবেগতাড়িত বার্তা রবি ফাউলারের৷ বৃহস্পতিবার সোশ্যাল সাইটে একটি চিঠি লিখে সমর্থক থেকে ফুটবলারদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানালেন সদ্য প্রাক্তন হওয়া রবি ফাউলার৷ সেইসঙ্গে নতুন কোচকেও জানালেন শুভেচ্ছা বার্তা৷
গতবছর রবি ফাউলারকে এনেই আইএসএলের মঞ্চে চমক দিয়েছিল এসসি ইস্টবেঙ্গল৷ তবে লিভারপুল কিংবদন্তীর হাত ধরে বিরাট সাল্য অবশ্য আসেনি নান-হলুদ শিবিরে৷ লিগ টেবিলের শেষের দিকেই থেমেছিল এসসি ইস্টবেঙ্গল৷
এবছরের শুরু থেকেই ক্লাব বনাম বিনিয়োগকারী সংস্থার মধ্যে ছিল টানাপোড়েন৷ শেষপর্যন্ত অবশ্য সমস্যার সমাধান হয়৷ আসন্ন আইএসলে মাঠে নামবে এসসি ইস্টবেঙ্গল৷
কিন্তু সেই মঞ্চে আর লাল-হলুদের ডাগ আউটে দেখা যাবে না রবি ফাউলারকে৷ তাঁর সঙ্গে সম্র্ক ছিন্ন করেছে এসসি ইস্টবেঙ্গল৷ নতুন কোচ নিযুক্ত হয়েছে লাল-হলুদ শিবিরে৷
ক্লাবকে বিদায় জানানোর ২৪ ঘন্টার মধ্যেই এক আবাগঘন বার্তা ফাউলারের৷ বিরাট সাফল্য না পেলেও, লাল-হলুদ জার্সিতে কম সময়েও দল নিয়ে যে পারফরম্যান্সটা দেখাতে পেরেছিলেন, তাতে তিনি গর্বিত৷ সেইসঙ্গে সব সময় পাশে থাকার জন্য সমর্থকদেরও ধন্যবাদ জানিয়েছেন রবি ফাউলার৷
নতুন কোচের তত্ত্বাবধানে কয়েকদিনের মধ্যেই প্রস্তুতি শুরু করবে এসসি ইস্টবেঙ্গল৷ নতুন মরসুমে লাল-হলুদ ব্রিগেডের সাফল্য পাওয়ার ব্যাপারে আশাবাদী ফাউলার৷