ম্যাঞ্চেস্টার: ওভালে ৫০ বছরের শাপমোচন হয়েছে৷ ম্যাঞ্চেস্টারে কি পারবেন বিরাট কোহলিরা৷ বহু অনিশ্চয়তা, অস্বস্তির মধ্যেও ইংল্যান্ড বধের ছক কষছে ভারত৷ শুক্রবার ম্যঞ্চেস্টারে শেষ টেস্টে নামবে ভারত৷
সেই ম্যাচে নামার আগে প্রথম একাদশ বাছা নিয়েই খানিকটা চিন্তায় ইন্ডিয়া টিম ম্যানেজমেন্ট৷ রোহিত সুস্থ হয়ে উঠলেও, পুরোপুরি সুস্থ কিনা সেটাই এখনও পর্যন্ত জানা জায়নি৷ সিরিজ জয়ের লক্ষ্যে নামার আগে রোহিতকে নিয়ে ধোঁয়াশা যে খানিকটা চিন্তায় রাখছে সকলকে তা বেশ স্পষ্ট৷ যদিও তাঁকে পাওয়ার ব্যাপারে একশো শতাংশ আশাবাদী ভারতীয় টিম ম্যানেজমেন্ট৷
একইসঙ্গে দলের মিডল অর্ডার নিয়েও চিন্তা রয়েছে ভারতীয় দলের৷ রান পাচ্ছেন না অজিঙ্ক রাহানে৷ যদিও এই ম্যাচেও হয়ত তাঁকে রেখেই প্রথম একাদশ তৈরি করতে চলেছে ইন্ডিয়া টিম ম্যনেজমেন্ট৷
তবে ওভাল টেস্ট জয়ের মুহূর্তটাই এখন আত্মবিশ্বাস যোগাচ্ছে ভারতীয় দলকে৷ দলের বোলিং ইউনিট দুরন্ত ছন্দে রয়েছে৷ তাই সেদিকে কোনওরকম বদলের ইঙ্গিত নেই বললেই চলে৷ একইসঙ্গে শার্দূলের ফর্মে থাকাটাও ভারতীয় দলকে স্বস্তিতে রাখছে৷
১৯৭১ সালে প্রথমবার ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতেছিল ভারত৷ ম্যাঞ্চেস্টারে বিরাট বাহিনীর হাতে ইতিহাসের পূণরাবৃত্তি হয় কিনা সেটাই দেখার৷