দেরাদুন: তালিবানের কায়দায় পোশাক নিয়ে দেওয়া হল ফতোয়া। কোনও ধর্মগুরু এই নির্দেশিকা জারি করেনি। খোদ জেলাশাসক সরকারিভাবে জিন্স এবং টিশার্ট পরার উপরে নিষেধাজ্ঞা জারি করেছেন। রীতিমতো বিবৃতি জারি করে এই নির্দেশিকা জারি করেছেন উত্তর ভারতের রাজ্য উত্তরাখণ্ডের এক জেলাশাসক।
আলোচিত ব্যক্তি হলেন বিনীত কুমার। যিনি উত্তরাখণ্ডের বাগেশ্বরের জেলাশাসক। চলতি সপ্তাহে জেলা প্রশাসনের সকল আধিকারিক এবং কর্মীদের জন্য পোশাক বিধি নির্দিষ্ট করে দিয়েছেন। চলতি সপ্তাহে সরকারি নির্দেশিকা জারি করে কড়া বার্তা দিয়েছেন আধিকারিক এবং কর্মীদের প্রতি। নির্দেশ অমান্য করলে কড়া ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে ওই নির্দেশিকায়।
আরও পড়ুন- কামারহাটি টু ভবানীপুর, দিদির ‘কালারফুল’ ভাই মদন আবার গাইলেন ‘ও লাভলি’
তবে নিজের অফিসে কাজের সময়ে পোশাক বিধি নিয়ে কড়াকড়ি নেই। তবে উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে বৈঠকের সময়ে ওই নির্দেশিকা মানতেই হবে। জেলাশাসকের জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, “জেলা প্রশাসনের সকল আধিকারিক এবং কর্মীদের অবশ্যই অফিসে পোশাক বিধি মেনে চলতে হবে। পদস্থ কর্তাদের সঙ্গে বৈঠকের সময়ে কখনই জিন্স-টিশার্ট পরা চলবে না।”
আরও পড়ুন- খুনির শাস্তির দাবিতে পঞ্চায়েত বোর্ড ভাঙার হুশিয়ারি মৃতের বাবার
এই নির্দেশিকা অমান্য করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়ে দিয়েছেন জেলাশাসক বিনীত কুমার। কিন্তু পোশাক নিয়ে এত কড়াকড়ি কেন? এই বিষয়ে ওই জেলাশাসক জানিয়েছেন যে ক্যাজুয়াল বা সাধারণ পোশাকে অফিসে যাতায়াত করলে সমাজ ধ্বংসের পথে এগোয়। অফিসের জন্য পোশাক বিধি না থাকলে সমাজে ভুল বার্তা যায়। সুস্থ সমাজ গড়ার লক্ষ্যেই ওই কড়া নির্দেশিকা জারি করা হয়েছে বলে জানিয়েছেন জেলাশাসক।
সেই নির্দেশিকা