কলকাতা: ম্যাঞ্চেস্টারে কী ৩-১ করতে পারবে ভারত? সে তো সময়ই বলবে৷ কিন্তু সেই লড়াইটা যে ভারতের সামনে কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে তা এখন থেকেই স্পষ্ট৷ তাই তো ম্যাঞ্চেস্টারে নামার আগে বিরাটদের পরামর্শ গুন্ডাপ্পা বিশ্বনাথের৷ বিরাট শিবিরের মিডল অর্ডারের রান না পাওয়াটাই একটু চিন্তায় রাখছে এই কিংবদন্তী তারকাকে৷
ঘরের মাঠে মান বাঁচাতে মরিয়া ইংল্যান্ড৷ আর ইংল্যান্ডের মাটিতে সিরিজ জিতে ইতিহাস করতে চায় বিরাট কোহলিও৷ কিন্তু সেই লক্ষ্যে পৌঁছতে দলের মিডল অর্ডারের থেকে বড় রান দরকার বলেই মনে করেন বিশ্বনাথ৷
তিনি জানান ‘ ইংল্যান্ডের বিরুদ্ধে ওভাল টেস্ট জয়টা অবশ্যই ভারতের মানসিক শক্তি বাড়াবে৷ তবে ভারতীয় দলের মিডল অর্ডার এখনও পর্যন্ত সেই পারফরম্যান্স দেখাতে পারেনি৷ ভারত সিরিজ হয়ত হারবে না৷ কিন্তু ম্যাঞ্চেস্টারে জিততে হলে মিডস অর্ডারের থেকে একটা ভাল পারফরম্যান্স দরকার’৷
সিরিজের প্রথম চার ম্যাচে ভারতের ওপেনিং এবং লোয়ার অর্ডার ব্যাটসম্যানরাই সফল হয়েছেন৷ লর্ডস থেকে ওভাল সব জায়গাতেই ভারতীয় দলের মিডল অর্ডার ব্যর্থ৷ বিরাট দুটো অর্ধশতরান পেয়েছেন৷ রাহানের ব্যাটে রান নেই৷ ওভালে চেতেশ্বর পূজারা রান পেলেও, তেমন ধারাবাহিক পারফরম্যান্স দেখা যাচ্ছে না তাঁর ব্যাট থেকেও৷
তাই তো ওভাল টেস্ট জয়ের পরও প্রাক্তন তারকা বিশ্বনাথ পুরোপুরি স্বস্তি পাচ্ছেন না৷ মিডল অর্ডারের পারফরম্যান্সটাই ভাবাচ্ছে তাঁকে৷ সমস্ত ভুল শুধরে ম্যাঞ্চেস্টারে ভারত সিরিজ জয়ের স্বাদ পায় কিনা সেটাই দেখার৷