প্রচন্ড কাজের চাপ হোক কিংবা সাময়িক অসুস্থতা। শরীরের ক্লান্তির ছাপ সবথেকে প্রথমে পড়ে মুখের ওপর। তা ডার্ক সার্কেল হোক কিংবা স্ট্রেসের কারণে মুখে গোটা, কিংবা ত্বকের জেল্লা কমে যাওয়া বা ত্বক শুষ্ক হয়ে যাওয়া। তা কারণ যাই হোক না। ঠিক সময়ে ঘরোয় পরিচর্যায় ও প্রাকৃতিক উপাদানের ব্যবহারের এই সমস্যাগুলো অনেকটাই সারিয়ে তোলা যায়। কীভাবে করবেন এই পরিচর্যা? জেনে নিন-
ভিটামিন ই ও অ্যালোভেরা
শুষ্ক ত্বককে সতেজ ও সুন্দর করে তুলতে ভিটামিন ই অপরিহার্য। আর এই ভিটামিন ই যদি অ্যালোভেরার সঙ্গে মেশানো যায় তাহলে একেবারে সোনায় সোহাগা। এই প্যাক ম্যাজিকের মতো কাজ করবে। রাতে এই প্যাক মুখে মেখে শুয়ে পড়ুতে পারেন।
কীভাবে এই প্যাক তৈরি করবেন
শশা ও মুলতানি মাটির প্যাক
ক্লান্ত ত্বক মানেই রোমকূপের মুখে প্রচুর পরিমাণ ময়লা ও তেল জমে থাকা। আর এর ফলে মুখ অতিরিক্ত তেল তেলে হয়ে ব্রণ-র সমস্যা হতে পারে। এই সময় ত্বকের আর্দ্রতা জোগানোর পাশাপাশি প্রয়োজন ত্বকের রোমকূপগুলো তেল ময়লা মুক্ত করা।
কীভাবে তৈরি করবেন এই প্যাক
গোলাপ জল ও চন্দনের গুঁড়ো দিয়ে তৈরি প্যাক
ত্বক ক্লান্ত ও শুষ্ক হয়ে পড়লে অবিলম্বে আর্দ্রতা জোগানোর প্রয়োজন। গোলাপ জল ঠিক এই কাজটাই করে। আর ত্বকক পরিষ্কার করে ত্বকের হারানো জেল্লা ও তারুণ্য ফিরিয়ে আনে চন্দন।
কীভাবে এই প্যাক তৈরি করবেন