ওয়াশিংটন: তালিবানের সঙ্গে জটিল সমস্যা রয়েছে চিনের। একই অবস্থা পাকিস্তান এবং রাশিয়ার। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এমনই মনে করছে আমেরিকা।
আন্তর্জাতিক কূটনীতিতে বড় বদল ঘটতে চলেছে তালিবানের আফগানিস্তান দখলের কারণে। যা নিয়ে সকলেই উদ্বিগ্ন। এরই মাঝে পাকিস্তান, চিন এবং রাশিয়ার উদ্বেগ অন্য প্রকারের। কারণ ওই তিন রাষ্ট্র আফগানিস্তানের নয়া শাসকদের নিয়ে সন্দিহান। এমনই দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
গত মাসের মাঝামাঝি সময়ে রাজধানী শহর কাবুল দখলের মাধ্যমে সমগ্র আফগানিস্তানের দখল নেয় তালিবান। চলতি সপ্তাহে কাবুলিওয়ালার দেশে অন্তবর্তীকালীন সরকার গঠন করেছে তালিবান। হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেই বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন আমেরিকার রাষ্ট্রপতি।
আরও পড়ুন- ভোটের দিন ঘোষণার পরেই জঙ্গিপুরে বিজেপি, কংগ্রেস ছেড়ে সব তৃণমূলে
জো বাইডেন দাবি করেছেন যে চিনের সঙ্গে তালিবানের প্রকৃত সমস্যা রয়েছে। তাঁর কথায়, “তালিবানের সঙ্গে চিনের একটা প্রকৃত সমস্যা রয়েছে। তারা(চিন) তালিবানের সঙ্গে কিছু কাজ করে সমঝোতা করতে চাইছে। এই বিষয়ে আমি নিশ্চিত।” উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই গত জুনের ২৮ তারিখ তিয়ানজিনে নয় সদস্যের তালিবান প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন। তালিবানের সহ-প্রতিষ্ঠাতা তথা আফগানিস্তানের বর্তমান প্রেসিডেন্ট মোল্লা আবদুল ঘানি বারাদার ওই প্রতিনিধি দলে ছিলেন।
তালিব নেতার সঙ্গে বৈঠকে চিনের প্রতিনিধি
জো বাইডেন আরও জানিয়েছেন যে চিনের পাশাপাশি পাকিস্তান এবং রাশিয়া তালিবানের সঙ্গে সমঝোতার পরিকল্পনা করেছে এবং সেই লক্ষ্যে কাজও শুরু করে দিয়েছে। মার্কিন প্রেসিডেন্টের কথায়, “চিন, পাকিস্তান, রাশিয়া সবাই এখন ভাবছে কোন পথে এগোলে তালিবানকে হাতে রাখা যাবে। দেখা যাক কী হয়! আকর্ষক কিছু ঘটনার আশা করা যেতেই পারে।”
আরও পড়ুন- চুরুটের গন্ধে হিপনোটাইজ, ৫ লক্ষ টাকার গয়না নিয়ে পালাল দুষ্কৃতী
তালিবান আফগানিস্তান দখল করতেই দেশ জুড়ে আতঙ্ক ছড়ায়। বহু মানুষ ছাড়তে থাকেন আফগানভূমি। বিভিন্ন রাষ্ট্র নিজেদের নাগরিকদের ফিরিয়ে নেয়। কিন্তু সেই পথে হাঁটেনি চিন এবং রাশিয়া। দিন কয়েক আগে কাবুলে গিয়ে তালিব নেতাদের সঙ্গে বৈঠক করেন পাক গুপ্তচর সংস্থার প্রধান লেফটেন্যান্ট জেনারেল ফাইজ হামিদ।
কাবুল সফরে ফাইজ হামিদ
তালিবান পাক গুপ্তচর সংস্থার প্রধানকে নাকি আমন্ত্রণ জানিয়েছিলেন। এমনই তথ্য সম্বলিত খবর পরিবেশন করেছে পাকিস্তানের সংবাদমাধ্যম। যদিও সেই দাবি মানতে নারাজ তালিবান। উলটে তালিবানের পক্ষ থেকে বলা হয়েছে যে ইসলামাবাদের পক্ষ থেকে ফাইজ হামিদের কাবুল সফরের প্রস্তাব দেওয়া হয়েছিল।