‘আমরা এমনসব পরিস্থিতিই ভালোবাসি, যেখানে মানুষ আমাদের সামর্থ্য নিয়ে প্রশ্ন তোলে, সন্দেহ করে। আর আমরা সকলকে বোকা বানিয়ে সফল হতে চাই’।
হেডিংলিতে তৃতীয় টেস্টেটি ইনিংসে হারের পর কথাগুলো বলছিলেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। তার দল যে সত্যিই এমন পরিস্থিতি ভালোবাসে, তার প্রমাণ মিললো ঠিক পরের ম্যাচ – ওভাল টেস্টে।
আরও পড়ুন: ভারতের বিরাট সাফল্যে মুগ্ধ সৌরভ-সচিন
সোমবার সিরিজের চতুর্থ টেস্টের শেষ দিন ইংল্যান্ডকে ২১০ রানে অলআউট করে দিয়ে ১৫৭ রানের বড় ব্যবধানে ম্যাচ জিতে সিরিজে ২-১ ম্যাচে এগিয়ে গেছে ভারত। আর বাকি একটি টেস্ট।
এমন রোমাঞ্চকর এক জয়ের পর ভারতীয় অধিনায়কের প্রশংসায় পঞ্চমুখ অস্ট্রেলিয়ার প্রাক্তন স্পিনার শেন ওয়ার্ন।
তার মতে, পৃথিবীর সবচেয়ে বড় সুপারস্টার কোহলিকে দলে পেয়ে এক মহা শক্তিশালী দলে পরিণত হয়েছে ভারত। স্কাই স্পোর্টসে ম্যাচ বিশ্লেষক হয়ে কাজ করছেন ওয়ার্ন। ম্যাচের শেষে আলোচনায় পর্বে এমন কথাই বলেছেন ওয়ার্ন।
Congratulations .@imVkohli & the entire Indian team on another terrific win. What you guys have all achieved together over the last 12 months is absolutely magnificent ! Clearly the best test team in the world & that title is thoroughly deserved too ! Long live test cricket ❤️❤️
— Shane Warne (@ShaneWarne) September 6, 2021
তাঁর বলার মধ্যে আবেগ ছিল। ছিল গভীর বিশ্বাসও। ‘সকলে তার (কোহলি) দিকে তাকিয়ে থাকে। দলের সব খেলোয়াড়ের সম্মান পাচ্ছে সে। তারা একজোট হয়ে কোহলিকে সাপোর্ট দেয় এবং হয়তো তার জন্যই খেলে। যেকোনো অধিনায়কের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ – যে দল তার জন্য খেলে চলেছে । আমার মতে, কোহলি যেভাবে নিজেকে আর দলকে পরিচালিত করে, আমাদের সবার উচিত তাকে সাধুবাদ জানানো।’
ওয়ার্ন যে টেস্ট ক্রিকেটের কোহলিতে মজে সেটা কথা শুনলেই বোঝা যায়। ‘কোহলি টেস্ট ক্রিকেটকে ভালোবাসে এবং এই ধরনের ক্রিকেটকে প্রাধান্য দেয়। সেইকারণে বিশ্ব ক্রিকেটের এক শক্তিশালী দল ভারত । এবং বলতে দ্বিধা নেই – তারা এই গ্রহের সবচেয়ে বড় সুপারস্টারকে দলে পেয়েছে। কোহলি টেস্ট ক্রিকেটকে গুরুত্বপূর্ণ ভাবে বলেই অস্ট্রেলিয়ায় গিয়ে জিতেছে, ইংল্যান্ডেও জিতছে।’
আন্তর্জাতিক ক্রিকেটে বা বলা ভালো টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি শেন ওয়ার্ন। তাঁর মতে, কোহলির মতো ক্রিকেটাররা টেস্ট ক্রিকেটকে হৃদয়ে বিশেষ জায়গায় রাখে। তাই কোহলিরা যতদিন আছে, টেস্ট ক্রিকেটও ভালোভাবেই বেঁচে থাকবে। এমনটাই বিশ্বাস ওয়ার্নের।
'Thank you Virat Kohli' – Shane Warne. pic.twitter.com/8GcWg24k77
— Dr. விடாமுயற்சி Salvatore (@KohliThala) September 6, 2021
তিনি খুব খুঁটিয়ে দেখে বলেছেন, ‘কোহলি এই দলে সকলের মধ্যে একটা বিশ্বাস এনে দিয়েছে। আমরা জিততে পারি, যে কোনও পরিস্থিতিতে। খেলাধুলায় সাফল্য পেতে এই বিশ্বাসটা খুব দরকার। আপনার দল যত ভালোই হোক, আপনি যদি তা বিশ্বাস না করেন– তাহলে জিততে পারবেন না। কোহলি তার দলে সে বিশ্বাসটা এনে দেয়, যা বাইরে থেকে দেখা মানেই এক দারুণ অনুভূতি। টেস্ট ক্রিকেট দীর্ঘজীবী হোক, যখন আমাদের কোহলি আছে। কোহলি, তুমি লম্বা সময় ধরে খেলতে থাকো ।’
ছবি: সৌ-টুইটার