কাবুল: দুই দশক পরে ফের তালিবানের দখলে চলে গিয়েছে আফগানিস্তান। কাবুলিওয়ালার দেশের নয়া সরকারের পাশে থাকার বার্তা দিল রাষ্ট্রসঙ্ঘ। এই বিষয়ে রবিবার তালিবানের সঙ্গে বৈঠক করেছেন রাষ্ট্রসঙ্ঘের প্রতিনিধি মার্টিন গ্রিফিথস।
আচমকা সমগ্র দেশের সরকারের পতনের কারণে নানাবিধ জটিলতা তৈরি হয়েছে আফগানিস্তানে। বহু মানুষ রাতারাতি ভিটে মাটি ছড়ে অন্যত্র চলে গিয়েছেন তালিবান আতঙ্কে। রক্তপাত বাঁচাতে দেশ ছেড়ে পালিয়ে যান আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি। যার কারণে তালিবানের আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিতে অনেকটাই সহজ হয়ে যায়।
কিন্তু তার পরবর্তী পরিস্থিতিতে ক্রমশই জটিল হয়েছে আফগানিস্তানের সার্বিক পরিস্থিতি। বহু মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছেন। অনেকের খাবার জুটছে না। করোনার উপদ্রব এখনও কাটেনি। সেই ভাইরাসের মোকাবিলাও হচ্ছে না আফগানভূমিতে। এই অবস্থার মোকাবিলা করতেই আসরে নেমেছে রাষ্ট্রসঙ্ঘ।
আরও পড়ুন- তালিবানের সঙ্গে সম্পর্ক মজবুত করতে কাবুলে পাক গুপ্তচর সংস্থার প্রধান
তালিবানের শীর্ষস্তরের নেতা এবং প্রতিষ্ঠাতা সদস্য মোল্লা বরাদরের সঙ্গে রবিবার বৈঠক করেছেন রাষ্ট্রসঙ্ঘের প্রতিনিধি মার্টিন গ্রিফিথস। কাবুলে অবস্থিত আফগানিস্তানের বিদেশ মন্ত্রকের কার্যালয়ে এদিন দীর্ঘ সময় দজরে চলে সেই বৈঠক। রাষ্ট্রসঙ্ঘের পক্ষ থেকে মার্টিন গ্রিফিথ তালিবান শাসিত আফগানিস্তানের পাশে থাকার বার্তা দিয়েছেন।
আরও পড়ুন- বিশ্ববিদ্যালয় ক্লাস করতে হলে মহিলাদের ঢেকে রাখতে হবে মুখ : তালিবান
এমনই দাবি করা হয়েছে তালিবানের পক্ষ থেকে। তালিবান মুখপাত্র মহম্মদ নাইম জানিয়েছেন রাষ্ট্রসঙ্ঘ আফগানিস্তানের সঙ্গে যাবতীয় সাহায্য চালিয়ে যাবে এবং সবরকমের সমর্থন করবে বলে মার্টিন গ্রিফিথস আশ্বাস দিয়েছেন। এমনই তথ্য সম্বলিত সংবাদ প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা টোলো নিউজ। বৈঠকের শেষে তালিবান নেতৃত্বের সঙ্গে মার্টিন গ্রিফিথসের ছবিও প্রকাশ করেছে ওই সংবাদ সংস্থা।
টোলো নিউজের প্রকাশিত ছবি
অন্যদিকে, নিজের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্ট থেকে তালিবানের সঙ্গে বৈঠকের ছবি পোস্ট করেছেন মার্টিন গ্রিফিথস। সেই ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, “আফগানিস্তানে লক্ষ লক্ষ অভাবী মানুষের কাছে নিরপেক্ষ মানবিক সহায়তা এবং সুরক্ষা প্রদানের জন্য ও রাষ্ট্রসঙ্ঘের অঙ্গীকার পুনর্ব্যক্ত করার জন্য আমি তালিবান নেতৃত্বের সাথে সাক্ষাৎ করলাম।”
I met with the leadership of the Taliban to reaffirm @UN’s commitment to deliver impartial humanitarian assistance & protection to millions in need in #Afghanistan. https://t.co/CK0bO7dKhY pic.twitter.com/akB6MxOarg
— Tom Fletcher (@UNReliefChief) September 5, 2021
শনিবার কাতারের প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করেছিলেন মার্টিন গ্রিফিথ। সেখানেও আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে আলোচনাকরেন এই ব্রিটিশ কূটনৈতিক ব্যক্তি। নতুন আফগানিস্তানেও যাতে মানুষ সুস্থ উপায়ে বাঁচতে পারে সেই বিষয়ে আশা প্রকাশ করেন তিনি।