টাইম মেশিনে যদি পৌছে যাওয়া যেত সেই পুরনো দিনগুলিতে তাহলে কিন্তু বেশ হতো, তাই না?বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন কিন্তু মাঝে মধ্যেই দিব্যি ঘুরে আসেন পুরনো সেই দিনগুলি থেকে।কি ভাবে? সোশ্যাল সাইটে।এদিনও টুক করে ১৯৭২ সাল থেকে ঘুরে এলেন বিগ বি।সালটা ১৯৭২, তারিখ ১ সেপ্টেম্বর, মুক্তি পেয়েছিল পরিচালক প্রকাশ ভার্মার রোম্যান্টিক ছবি ‘বংশী বিরজু’।ছবিতে নায়কের ভূমিকায় ছিলেন বিগ-বি, আর নায়িকা? জয়া ভাদুড়ী,অধুনা বচ্চন।এই ছবিতেই প্রথমবার দেখা গিয়েছিল অমিতাভ-জয়ার অনস্ক্রিন রোম্যান্স।তখনও অমিতাভ সেইভাবে জাঁকিয়ে বসেননি বলিউডে।জয়াও নায়িকা হিসেবে গুটিকয়েক ছবিতে কাজ করেছেন।তবে প্রথম নজরেই সিনেপ্রেমীদের মন জয় করে নিয়েছিল ‘বংশী বিরজু’-তে অমিতাভ-জয়ার জুটি।
আরও পড়ুন – কবিতায় অমিতাভের কথালাপ
বছর ঘোরার আগেই সাত পাকে বাঁধা পড়েন রূপোলি পর্দার বিরজু আর বংশী। এরপর ‘জঞ্জির’,’মিলি’,’অভিমান’, ’শোলে’ -এর মতো কালজয়ী ছবিতে দেখা গিয়েছে এই রিল-রিয়েল জুটিকে।করণ জোহরের ‘কভি খুশি কভি গম’ ছবিতেও এভারগ্রিন অমিতাভ-জয়া জুটি।বহু ছবিতে দুজনে একসঙ্গে কাজ করলেও প্রথম একসঙ্গে স্ক্রিন শেয়ার করার অভিজ্ঞতা,সে কি আর কোনওদিন ভোলা যায়?’বংশী বিরজু’-তে তাঁর এবং জয়ার অভিনীত একটি দৃশ্য নিজের ইনস্টা হ্যান্ডেলে শেয়ার করলেন বিগ-বি।ক্যাপশনে লিখলেন, ‘’আমাদের প্রথম ছবি, বংশী বিরজু’’ ।
আরও পড়ুন – রণবীরের ‘হার্টথ্রব’ অমিতাভ
ছবি মুক্তির দিনটা অমিতাভ ঠিকঠাক লিখলেও, গুলিয়ে ফেলেছেন বছরটা।১৯৭২ এর বদলে ১৯৭০ লিখেছেন তিনি।একদিকে কৌন বনেগা ক্রোড়পতি অন্যদিকে অসংখ্য বিজ্ঞাপণ ও ছবির কাজ।সব মিলিয়ে আজও চুড়ান্ত ব্যস্ত থাকেন আশি ছুঁই ছুঁই এই বৃদ্ধ।তবু শত ব্যস্ততার ভীড়ে আজও চোখ বুজলেই বলিউড শাহেনশাহ অনায়াসে ফিরে যান সেই ফেলে আসা রঙচঙে দিনগুলিতে।
আরও পড়ুন – মদ খেয়ে চিত্রনাট্য লিখেছেন, অমিতাভ তাতেও রাজি