বানারহাট: ফের ডুয়ার্সের চা বাগান থেকে খাঁচা বন্দি করা হল লেপার্ড। শনিবার রাতে ডুয়ার্সের গেন্দ্রাপাড়া চা বাগানের কুড়ি নম্বর সেকশন থেকে লেপার্ডটিকে খাঁচা বন্দি করা হয়। বনদফতর সূত্রে খবর, আটক লেপার্ডটি পূর্ণবয়স্ক স্ত্রী লেপার্ড। উল্লেখ্য, বেশ কয়েক দিন আগে রাতের বেলা চা বাগানের হাই ড্রেনের এর ওপর একটি সিমেন্টের খুঁটিতে একটি লেপার্ডকে বসে থাকতে দেখেন চা বাগানের এক কর্মী। সেই সময় বনদফতরের কাছে আবেদন জানানও হয় খাঁচা পাতার জন্য। সেইমতো গত ২৭ অগাস্ট খাঁচা পাতা হয় চা বাগানে।
খাঁচা বন্দি লেপার্ড
আরও পড়ুন: পুকুরে বিষ, দশ লক্ষ টাকার মাছের ক্ষতি
তারপর শনিবার রাত ১১ টা নাগাদ সেই খাঁচায় ধরা পড়ে লেপার্ডটি। বনদফতর সূত্রে খবর, খাঁচা বন্দি লেপার্ডটিকে নিয়ে যাওয়া হয় গরুমারা প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্রে। প্রাথমিক চিকিৎসার পর সেটিকে ফের একবার গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে। তবে চা বাগান এলাকার বাসিন্দাদের দাবি ওই এলাকায় আরও লেপার্ড রয়েছে। বনদফতর সূত্রে খবর, নিয়ম মেনে খাঁচা বানানোর আবেদন জানানো হলে ফের একবার খাঁচা পাতা হবে।