মারা গেলেন ‘ঘরে-বাইরে’র বিমলা। দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন স্বাতীলেখা সেনগুপ্ত। বুধবার শহরের এক বেসরকারি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান অভিনেত্রী। তার বয়স হয়েছিল ৭১ বছর। তার মৃত্যুর খবরে শোকের ছায়া নাট্য ও চলচ্চিত্র জগতে। সত্যজিৎ রায়ের ‘বিমলা’ হিসেবে জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘বেলা শেষে’ ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে তার রসায়ন দর্শকদের বিশেষভাবে আকর্ষণ করেছিল। প্রসঙ্গত, ১৯৮৪ সালে সৌমিত্র চট্টোপাধ্যায় এবং ভিক্টর বন্দ্যোপাধ্যায় এর সঙ্গে পর্দায় স্বাতীলেখার অভিনয় শুরু। সত্যজিৎ রায়ের পরিচালনায় রবীন্দ্রনাথের লেখা ‘ঘরে-বাইরে’র বিমলা চরিত্র মানুষের মনে এখনো গেঁথে আছে। এছাড়া থিয়েটারের বাইরে তাকে খুব একটা দেখা যায় নি। ২২মে ছিল অভিনেত্রীর জন্মদিন।
১৯৭০ সালের শুরুর দিকে এলাহাবাদে এ. সি. বন্দ্যোপাধ্যায়ের অধীনে স্বাতীলেখা থিয়েটারে কাজ শুরু করেন। কাজ করতে গিয়ে বি. ভি. কারান্থ, তাপস সেন ও খালেদ চৌধুরীর মতো মানুষের উৎসাহ পেয়েছেন। পরবর্তীতে কলকাতায় ‘নান্দীকর’ নাট্যদলে যোগদান করেন স্বাতীলেখা।
তারপর নাট্যদলের তৎকালীন কর্ণধার রুদ্রপ্রসাদ সেনগুপ্তর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তার কন্যা সন্তান অন্যতম নাট্যকর্মী সোহিনী সেনগুপ্ত।