সকালে বাজার থেকে ফেরার পথেই দুধ কিনেছেন। কিন্তু বাড়ি ফিরে কোভিড বিধি মেন জামাকাপড় ছেড়ে, শাক সবজি ধুয়ে, একেবারে যখন স্নান সেরে বেরিয়েছেন তখন মাথায় হাত। দুধের প্যাকেট ফ্রিজে তুলতেই ভুলে গেছেন। আর কি যা হওয়ার তাই হয়েছে অতক্ষণ গরমে থেকে দুধে কেটে গেছে। দুধ নিয়ে এই হয়রানি আকছার হয় আমাদের সকলের। তবে কেটে যাওয়া দুধ ফেলে দেবেন না। বরং ত্বকের পরিচর্যার কাজে লাগান।
দুধ কেটে গেলেও এতে প্রচুর পরিমাণে ল্যাক্টিক অ্যাসিড ও অন্যান্য উপকরণ থাকে যা ত্বকের জন্য খুবই উপকারী। দুধ কেটে যে জল তৈরি হয়ে সেই জলে দিয়ে চমত্কার সিরাম বানিয়ে ফেলতে পারেন। এই সিরাম ত্বক পরিষ্কার করতে ভীষণ কাজের। এর ফলে ত্বক নরম, সতেজ থাকে এবং ত্বকের ওজ্জ্বল্য বাড়ে। এই সিরাম ত্বকের মৃত কোষগুলিকে পুনুরুজ্জ্বিত করে তোলে। হারানো আর্দ্রতা ফিরিয়ে আনে। এখানেই শেষে নয় এই সিরাম ব্যবহারের ফলে মুখের দাগ ছোপও অনেকেটা দূর হয়। দেখে কেটে যাওয়া দুধ থেকে কীভাবে এই সিরাম তৈরি করবেন। রইল রেসিপি।
কাচা দুঁধ- ১ কাপ
পাতিলেবু
গ্লিসারিম- ১ চামচ
হলুদ
একটি প্যানে দুধ গরম করে নিন। এরপর এই দুধে লেবুর রস মিশিয়ে দুধ কাটিয়ে নিন। এবার এই দুধ ভাল করে ছেঁকে নিয়ে যে জলটা বেরোবে সেটাকে বোতলে ভরে নিন। এবার এই জলে গ্লিসারিন ও হলুদ মিশিয়ে নিন।