কলকাতা: ‘বাংলার বাড়ি’ প্রকল্প প্রথম স্থান পেল সারা দেশে। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের সব এলাকায় বাড়ি তৈরি করা হয়। কেন্দ্রীয় সরকারের দেওয়া হিসেব অনুযায়ী, জিও ট্যাগিং –এ দেশের মধ্যে প্রথম স্থান পেয়েছে পশ্চিমবঙ্গ। বাংলার মুকুটে যুক্ত হল নতুন পালক।
এই প্রকল্পে সারা দেশে গৃহহীন বা আর্থিকভাবে দুর্বলদের বাড়ি তৈরি করে দেওয়া হয়। একটি বাড়ি তৈরি করতে খরচ হয় মোট ৩ লক্ষ ৬৮ হাজার টাকা। এর মধ্যে কেন্দ্রীয় সরকার দেয় দেড় লক্ষ টাকা আর রাজ্য সরকার দেয় বাকি ১ লক্ষ ৯৩ হাজার টাকা। কেন্দ্রীয় নগর উন্নয়ন মন্ত্রক থেকে রাজ্য সরকারকে একটি রিপোর্ট পাঠিয়ে এই প্রকল্পে শীর্ষে থাকার কথা জানানো হয়েছে। পশ্চিমবঙ্গে এই আবাস যোজনায় সাফল্যের হার প্রায় ৯৭.৪৫ শতাংশ।
আরও পড়ুন: আন্দোলনকারীরা শিক্ষিকা নন, বিজেপি ক্যাডার: ব্রাত্য
দেশের মধ্যে পশ্চিমবঙ্গই সবচেয়ে বেশি টাকা দিচ্ছে এই প্রকল্পে। এর পরে রয়েছে উড়িষ্যা। ১ লক্ষ ৬৭ হাজার টাকা দিচ্ছে কেন্দ্রের পাশাপাশি। তৃতীয় স্থানে রয়েছে মধ্যপ্রদেশ। রাজ্যবাসীকে ১ লক্ষ টাকা দিচ্ছে বাড়ি প্রকল্পে। এই আবাস যোজনায় সাফল্যের নিরিখে পশ্চিমবঙ্গের পরেই রয়েছে অন্ধ্রপ্রদেশ। সাফল্যের হার ৯৭.৩২ শতাংশ। তৃতীয় স্থানে রয়েছে গুজরাত। এই রাজ্যে প্রায় ৯৬.৪১ শতাংশ ক্ষেত্রে সফলতা পেয়েছে সরকার।
আরও পড়ুন: মোদিকে চড় মারার কথা বললে এতক্ষণে দেশদ্রোহে মামলা শুরু হয়ে যেত: শিবসেনা