কলকাতা : চরম আর্থিক সঙ্কটের মধ্যে আর এস পি’র রাজ্য কমিটির সাপ্তাহিক মুখপত্র গণবার্তা ও ছাপাখানা ক্রান্তি প্রেস। চরম আর্থিক সঙ্কটের মধ্যেও চেষ্টা চলছে শারদীয়া গণবার্তা প্রকাশের।
কলকাতার ৩৭ নং রিপণ স্টিট্রের ত্রিদিব চৌধুরী ভবনের এই ক্রান্তি প্রেস থেকেই ছাপা হতো আর এস পি’র রাজ্য কমিটির সাপ্তাহিক মুখপত্র গণবার্তা। সেই সঙ্গে অন্যান্য দলীয় প্রকাশনার কাজও হতো এই ছাপাখানা থেকেই। ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে নিজেদের বিপ্লবী চেতনা জাগ্রত করতে কারাবরণ করেছিলেন তরুণ প্রজন্ম। ১৯৪৫ সালে কয়েকজন বিপ্লবী কারাগার থেকে মুক্তি পেয়েছিলেন। ১৯৫২ সালে তৈরি করেছিল এই বা়ংলা জার্নাল ‘গণবার্তা’। এদের মধ্যে উল্লেখযোগ্য, ড: অরবিন্দ পোদ্দার,কল্যাণ চৌধুরী,অনিল চৌধুরী,প্যারীচাদ বাচায়ত প্রমূখ। পরবর্তীকালে রাজনিতিবিদ ননী ভট্টাচার্য, মাখন পাল, সাংবাদিক কুমুদ দাশগুপ্ত, মোজাম্মেল হক এই কাজের সঙ্গে যুক্ত হন। বিখ্যাত ঐতিহাসিক নিহার রঞ্জণ রায় এবং বিঞ্জানী ড: মেঘনাথ সাহার মতো ব্যাক্তিত্বরা তাঁদের মূল্যবান লেখনির মাধ্যমে সমৃদ্ধ করেছিল গণবার্তাকে। তাঁদের নিয়মিত যাতায়াত ছিল ক্রান্তি প্রেসে। তৎকালীন এই ঐতিহ্যমণ্ডিত ক্রান্তি প্রেস বর্তমানে আর্থিক সংকটের সম্মুখীন।
আরও পড়ুন : স্বপ্ন ভেঙে কলকাতা ছাড়তে চান না আফগানি তাহের
দীর্ঘ সময় ধরে ছাপাখানায় কোনও কাজ না থাকায় ছাপাখানার সঙ্গে যুক্ত শ্রমিক কর্মচারীদের বেতনের সংস্থান করতে বহু সহস্র টাকা ধার দেনা হয়। কিন্তু এখন আর ঋণ দেওয়ার মতো কেউ নেই বলে জানান ছাপাখানার সঙ্গে যুক্ত আর এস পির নেতৃত্ব। কোভিড-১৯ অতিমারির ফলে দেশের যে লক্ষ লক্ষ কলকারখানা বন্ধ হয়ে গেছে, তার মধ্যে ত্রিদিব চৌধুরী ভবনের এই ক্রান্তি প্রেসও আছে। যদিও আর এস পি সূত্রে খবর, জিএসটি’র বকেয়া অর্থ ফাইনসহ জমা করে প্রেসকে জীবিত রাখা সম্ভব হয়েছে বলে আর এস পি সূত্রে জানা গেছে। আর এস পির সাধারণ সম্পাদক তথা গণবার্তার সম্পাদক মনোজ ভট্টাচার্য বলেন, ”জানি না কতদিন এভাবে চলবে।” তিনি আরও জানান, এত আর্থিক সঙ্কটের মধ্যেও যেকোনও ভাবেই হোক, কিছুটা আবেগের বশেই শারদীয় গণবার্তা প্রকাশের চেষ্টা চলছে। কতটা সফল ভাবে এই প্রকাশনার কাজ করা যাবে তা ভবিষ্যত বলবে। আগামী ১০ অক্টোবরের মধ্যেই শারদীয়া পত্রিকা প্রকাশের চেষ্টা চলছে বলে জানান তিনি।
আরও পড়ুন : রাতের কলকাতায় বাড়াতে হবে নজরদারি, কড়া নির্দেশ পুলিশ কমিশনারের
আর এস পি সূত্রে খবর, এবারের শারদীয়া গণবার্তায় লেখকদের মধ্যে প্রমথেশ মুখোপাধ্যায় , আশীষ লাহিড়ী, এণাক্ষী মজুমদার, মৃন্ময় সেনগুপ্ত, পার্থসারথি দাশগুপ্ত, অমর মিত্র, গৌতম ঘোষ দস্তিদার, তুষার চক্রবর্তী, অশোক ঘোষ , দেবকুমার মুখোপাধ্যায়, অমিত কাশ্যপ সহ গণবার্তার সম্পাদকমণ্ডলীর লেখা ছাপা হতে পারে।