নয়াদিল্লি: ২০২০ সালের ফেব্রুয়ারি মাসের দিল্লি দাঙ্গায় অভিযুক্ত হন জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় প্রাক্তন ছাত্র উমর খালিদ। তাঁর বিরুদ্ধে ইউএপিয়ে মামলা দায়ের করে দিল্লি পুলিশ। এদিন সেই মামলার শুনানিতে খালিদের বিরুদ্ধে আনা ইউএপিএ চার্জশিট সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন অভিযুক্ত খালিদের আইনজীবী পাইস।
সোমবার বিচারপতি অমিতাভ রাওয়াতের বেঞ্চের কাছে খালিদের জামিনের দাবিতে সোজাসুজি সওয়াল করেন আইনজীবী পাইস। তিনি স্পষ্ট বলেন তাই বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন। পাশাপাশি এই ঘটনায় দেশের দুটি বড় সংবাদমাধ্যমকেও কাঠগড়ায় তোলেন তিনি। আইনজীবী পাইস স্পষ্ট বলেন, ওমর খালিদের বক্তব্য বিকৃত করে একটি টুইট করেছিলেন বিজেপি নেতা অমিত মালব্য। সেই টুইটকে কেন্দ্র করেই খবর করে রিপাবলিক টিভি। যার থেকেই শুরু হয় বিতর্ক। আইনজীবী আরও জানান, এই বিষয়ে রিপাবলিক টিভির কাছ থেকে জানতে চাওয়া হলে তারা গোটা ঘটনায় নিজেদের যুক্ত থাকার কথা অস্বীকার করে। ছেলের তরফ থেকে স্পষ্ট জানানো হয় এটা অমিত মালবের টুইট থেকেই করা খবর। উমর খালিদের ভাষণের সময় তাদের কোনো সাংবাদিক বা ক্যামেরাপারসন ঘটনাস্থলে হাজির ছিলেন না। রিপাবলিক টিভি এই ধরনের সংবাদ পরিবেশনকে “সাংবাদিকতার মৃত্যু” বলেও কটাক্ষ করেছেন আইনজীবী পাইস। তিনি আরও বলেন, “টুইটের ওপর ভিত্তি করে সংবাদ পরিবেশন সাংবাদিকতার নৈতিকতার মধ্যে পড়ে না। এটা সম্পূর্ণ দায়িত্ববোধ হীন কাজ।”
আরও পড়ুন: মোদির নির্দেশে ২৬ অগস্ট আফগান পরিস্থিতি নিয়ে সর্বদল বৈঠক
Umar Khalid’s bail plea : Lawyer Trideep Pais arues Republic TV showed an edited version of Khalid’s speech which was tweeted by Amit Malviya.
“The journalist didn’t even have the responsibility to go there. It’s not a journalistic ethic. This is death of journalism” -lawyer. https://t.co/u2sWOvFUlw
— Live Law (@LiveLawIndia) August 23, 2021
শুধু তাই নয় রিপাবলিক এর পাশাপাশি নিউজ ১৮ কেও কাঠগোড়ায় তোলেন আইনজীবী পাইস। অভিযোগ, রিপাবলিকের মত দেশের অন্যতম বড় এই চ্যানেলটিও ওমর খালিদ এর বক্তৃতার ক্লিপিংস বিকৃত করেছে। মহারাষ্ট্রের অমরাবতীতে খালিদের দেওয়া ভাষণের বহু অংশ কেটে দেখিয়েছে চ্যানেলটি।
আরও পড়ুন: সমলিঙ্গ প্রেমে ভিলেন পরিবারকে সবক শেখাল কলকাতা হাইকোর্ট
এদিন দিল্লির আদালতে আইনজীবী পাইস পুনরায় ওই ভিডিও ক্লিপিংসটি এজলাসে চালিয়ে দেখান । আসল ফুটেজটি চালানোর পর নিউজ ১৮ এর ক্লিপিংসটিও চালান তিনি। তারপর এজলাসে তিনি জোর গলায় দাবি করেন, “ওমর খালিদ সেদিন গণতান্ত্রিক ক্ষমতা নিয়ে ভাষণ দিচ্ছিলেন। দেশবিরোধী কোনও মন্তব্যই ছিল না তাঁর ভাষণে। ” আগামী দিনে তাঁর বিরুদ্ধে চলা অভিযোগের তদন্ত ওমর খালিদ সম্পূর্ণ সহযোগিতা করবেন বলেও জানান তাঁর আইনজীবী।