কলকাতা: পাড়ার সিন্ডিকেট রাজ বন্ধ করে দিয়েছেন। সেই কারণে তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে রবিবার রাতে চলল এলোপাথাড়ি গুলি। ঘটনাটি ঘটেছে বেহালায়। তৃণমূলের ওই নেতার নাম রূপক গঙ্গোপাধ্যায়।
রবিবার রাতে খাওয়া-দাওয়া সেরে দুই মেয়ে এবং স্ত্রীকে সঙ্গে নিয়ে ঘুমিয়ে পড়েছিলেন ওই তৃণমূল নেতা। তিনি বলেন, ‘আচমকা ঘুম ভেঙে যায় গুলির শব্দে। বাড়ির বাইরে তখন মোটর বাইকে চেপে এসে আমাদের বাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাচ্ছে কয়েক জন দুষ্কৃতী। গুলি লাগে বাড়ির দেওয়ালে। গুলির আঘাতে ঘরের জানলার কাঁচ ভেঙে যায়।’
আরও পড়ুন- দিদি মানেই গুলি, কাবুল থেকে ফিরতে ভরসা মোদিই: দিলীপ
গোটা ঘটনায় ঘুম ভেঙে যায় বেহালার ১২১ নম্বর ওয়ার্ডে ওই নেতার পাড়ার বাকি লোকেদেরও। পাড়ার লোকজন জড়ো হতে দেখেই মোটর বাইকে চেপে গুলি চালাতে চালাতে পালিয়ে যায় দুষ্কৃতীরা। আতঙ্কিত হয়ে পড়ে এলাকাবাসি।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বিগত কয়েক মাস ধরে এলাকায় সিন্ডিকেট রাজ ও তোলাবাজি মারাত্মকভাবে বেড়ে গিয়েছিল। এই খবর পৌঁছেছিল পুলিশ এবং দলীয় নেতৃত্বের কাছে। এলাকার সিন্ডিকেট রাজ এবং তোলাবাজি বন্ধ করতে রূপক বাবুর উপর দায়িত্ব দেয় তাঁর দল তৃণমূল-কংগ্রেস। দায়িত্ব নিয়ে রূপক গঙ্গোপাধ্যায় এলাকার সিন্ডিকেট রাজ এবং তোলাবাজি অনেকটাই বন্ধ করে দেন। সেই আক্রোশে এই দুষ্কৃতী হামলা বলে বাসিন্দারা মনে করছেন।
আরও পড়ুন- দুয়ারে সরকার শিবিরে গিয়ে পা ভাঙলেন তৃণমূল বিধায়ক
তদন্তে নেমেছে পুলিশ। ইতিমধ্যেই রাস্তার সিসিটিভির ফুটেজ দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার কাজ শুরু করেছে বেহালা থানার পুলিশ। তদন্তে সহযোগিতা করছেন লালবাজারের গুন্ডা দমন শাখার গোয়েন্দারাও।