কলকাতা টিভি ওয়েব ডেস্ক: আগামী কিছুদিনের মধ্যেই আফগানিস্তানের নতুন সরকারের কর্মসূচি ও কাঠামো প্রস্তুত হয়ে যাবে। শনিবার এমনটাই জানাল তালিবান। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সরকারের কর্মসূচি ও কাঠামো ঘোষণা করা হবে বলে জানালেন এক তালেবান শীর্ষ নেতা।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আইন, ধর্ম, ও বিদেশনীতি বিষয়ক বিশেষজ্ঞরা কাজ করে চলেছেন দ্রুত এই কাঠামো কর্মসূচি তৈরি করার। এ প্রসঙ্গে বিশিষ্ট আফগান রাজনৈতিক বিশ্লেষক তারিক ফরহাদি বলেন, “নতুন রাজনৈতিক ব্যবস্থা প্রণয়নে তালিবানকে অন্তত ১০ দিন সময় দেওয়া উচিত। আশা করি নতুন সরকারি মহিলাদের উপস্থিতি ও পরিলক্ষিত হবে। ”
আরও পড়ুন: আফগানিস্তান থেকে দেশে ফিরলেন ৯০ ভারতীয়
তিনি আরও বলেন, তালিবানরা যদি মনের মতন একক ক্ষমতা বিশিষ্ট একনায়কতান্ত্রিক সরকার উন্নয়নের চেষ্টা করে তাহলে অন্যান্য প্রদেশ ও সাধারণ মানুষের থেকে বিদ্রোহের আশঙ্কা থাকবে। অর্থাৎ যার ফলে আগামী দিনে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হতে পারে বলেও জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: তালিবানে যোগ দিয়েছেন পঞ্জশিরের আফগান যোদ্ধা আহমেদ মাসুদ, দাবি হক্কানির
সম্প্রতি কাবুলের বাসিন্দা সুরক্ষা ও স্থিতাবস্থা নিয়ে গভর্নর আব্দুর রহমান মুনসুরের সঙ্গে বৈঠক করেন প্রাক্তন প্রেসিডেন্ট হামিদ কারজাই ও আব্দুল্লাহ আব্দুল্লাহ। সেই বৈঠকের পর এই তালেবানের পক্ষ থেকে দ্রুত সরকার গঠনের আশ্বাস পাওয়া গেল। আগামী দিনে সরকার গঠনের সমস্ত রূপরেখা তৈরিতে ওই বৈঠকে আলোচনা হয়েছে বলেই মনে করছে কূটনৈতিক মহল। অন্যদিকে শীঘ্রই আফগান সফরে যেতে পারেন পাক বিদেশমন্ত্রী শাহ মাহমুদ খুরেশি। ক্ষমতায় আসার আগে থেকেই তালিবানকে ইসলামাবাদের সমর্থন করার একাধিক অভিযোগ উঠেছিল। এখন নয়া আফগান সরকারের বিদেশনীতিতে ইসলামাবাদের প্রভাব কতটা থাকে তা দেখার জন্যই গোটা পরিস্থিতির ওপর নজর রাখছে আন্তর্জাতিক মহল।