আপনার আদরের ভাই বা বোনের মিষ্টির প্রতি প্রবল আসক্তি। তাই প্রত্যেক বছর রাখির উপহার থাকুক বা না থাকুক, ঘটা করে মিষ্টির আয়োজন করতেই হয়। পুজোর আগে ওজন কমানোর হিড়িকে এখন আপনার প্রিয় ভাই বা বোন চকোলেট ছোঁবেন না কোনও মতেই। এ দিকে করোনাকালে বাইরে থেকে মিষ্টি কেনায় মত নেই আপনার। কুছ পরোয়া নেহি৷ বাড়িতেই বানিয়ে ফেলুন ড্রাই ফ্রুটস লাড্ডু। খেতে যেমন চমৎকার, স্বাস্থ্যের পক্ষেও খুবই উপকারী। আর ওজন কমাতেও দারুণ কাজে দেয়। রইল রেসিপি৷
উপকরণ
বানানোর পদ্ধতি