এই প্রথম তাকে অমিতাভ বচ্চনের সঙ্গে একই ছবিতে দেখা যাবে। তিনি যে কত বড় বিগ-বিগর ফ্যান সে কথা মাঝে মাঝেই তার মুখে শোনা যায়। ‘চেহরে’ ছবিতে এই প্রথমবার মেয়েদের হার্টথ্রব এই বলি অভিনেতা অমিতাভ বচ্চনের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন। এমনিতেই ছবিটি টানটান সিলার এর উপকরণ দিয়ে তৈরি। তার ওপর ছবিতে আবার অমিতাভ বচ্চন। রোমাঞ্চ আর রহস্য নিয়ে বলিউডের ‘কিসিং কিং’ ইমরান হাশমি, অমিতাভ বচ্চনের সঙ্গে অভিনয় করতে পেরে যথেষ্ট এক্সাইটেড।নিজেই বলেছেন,’শুটিংয়ের সময় ওর সঙ্গে অভিনয় করবো কি আমি তো হাঁ করে তাকিয়ে দেখতাম, পুরোপুরি ফ্যানবয় মোমেন্ট বলতে যা বোঝায়।’ ছবিতে একটি ঝড় জলের রাতে উপায়ান্তর না পেয়ে অমিতাভের বাড়িতে আশ্রয় নেন ইমরান ও তার বন্ধু।
আরও পড়ুন: মদ খেয়ে চিত্রনাট্য লিখেছেন, অমিতাভ তাতেও রাজি
অমিতাভের আবার খুন ভারি পছন্দের। তারপর শুরু হয় জীবন-মরন খেলা। ছবিতে অমিতাভের বন্ধুরা কায়দা করে ‘মার্ডার’এর নায়ক ইমরানকে ফাঁদে ফেলে একপ্রকার বাধ্য করে এই খেলা খেলতে।এই ছবিতে অভিনয় আরও আছেন রিয়া চক্রবর্তী।
অমিতাভ নিজেও প্রশংসা করেছেন ইমরানের অভিনয়ের। প্যানডেমিক এর কারণে বড় পর্দায় বহুদিন অমিতাভের কোনো ছবি মুক্তি পায়নি। গতবছর লকডাউনে অতিথি প্লাটফর্মে মুক্তি পেয়েছিল অমিতাভ অভিনীত ‘গুলাবো সিতাবো’। এ মাসেই বড় পর্দায় মুক্তি পেতে চলেছে ‘চেহরে’ । দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করবে পর্দায় ‘শাহেনশাহ’র সঙ্গে বলিউড ‘কিসিং কিং’ এর মার্ডার মিস্ট্রি কেমন জমে ওঠে তা দেখার জন্য।
এক সাক্ষাৎকারে ইমরান বলেছেন, একদম ছোট বয়স থেকেই তিনি অমিতাভ বচ্চনের একনিষ্ঠ ফ্যান। বহু বছর আগে প্রথম যখন ইমরানের সঙ্গে অমিতাভ বচ্চনের দেখা হয়েছিল তখন বিগবি নাকি তাকে গাল টিপে আদরও করেছিলেন। তখন ইমরানের বয়স মাত্র পাঁচ। বান্দ্রার এক হোটেলে অমিতাভ ‘নসিব’ ছবির শুটিং করছিলেন। সেই হোটেলের ম্যানেজার ছিলেন ইমরানের মা।
শুটিংয়ের ফাঁকে যখন কোলে করে তিনি ছোট্ট ইমরানকে নিয়ে যাচ্ছিলেন, সেই সময় আমি যাব তার দিকে এগিয়ে এসে ইমরানের গাল টিপে আদর করেন। ইমরান আরো জানিয়েছিলেন যে ছোটবেলায় প্রতিদিন স্কুল থেকে ফিরে টিভিতে অমিতাভ বচ্চনের ছবি চালিয়ে দেবার জন্য অভিভাবকদের অনুরোধ করতেন। অমিতাভ বচ্চন অভিনীত ‘মিস্টার নটোবর লাল’ ছোটবেলায় তিনি নাকি ৫০ বারের বেশি দেখেছেন।ইমরানের কথায়, অমিতাভ বচ্চন তার কাছে জায়ান্ট। কাজেই বুঝতেই পারছেন তার সামনে দাঁড়িয়ে অভিনয় করাটা আমার কাছে একেবারে অন্যরকম এর অভিজ্ঞতা।