কলকাতা টিভি ওয়েব ডেস্ক: ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (ICMR) চেন্নাই সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ করেছে। রিপোর্ট অনুযায়ী, ডেল্টা ভ্যারিয়েন্ট করোনা ভাইরাস-এর এমন একটি প্রজাতি যা ভ্যাকসিন নিলেও প্রভাব ফেলতে পারে।
১৭ অগাস্ট প্রকাশিত এই রিপোর্ট অনুযায়ী, ডেল্টা ভ্যারিয়েন্টের ক্ষমতা রয়েছে ভ্যাকসিন নেওয়া কিংবা না নেওয়া দুই ধরনের ব্যাক্তির ওপরেই প্রভাব ফেলার। এক্ষেত্রে টিকা নেওয়া ব্যক্তিদের মৃত্যুর হার অনেকটাই কমে যায়। ডেল্টা প্রজাতি উচ্চ সংক্রমক। যার প্রভাব রয়েছে বিশ্বজুড়ে।
আরও পড়ুন- কুম্ভ থেকে ছড়িয়েছিল করোনা, রিপোর্ট দিয়ে বিপাকে পুলিশ আধিকারিকরা
রিপোর্ট অনুযায়ী, ডেল্টা প্রজাতির SARS-CoV-2 ভাইরাস দেহের মধ্যে প্রবেশ করলে তা ভ্যাকসিনের কার্যক্ষমতা কমিয়ে দেয় দেহে অ্যান্টিবডি তৈরি হতে দেয় না। তবে, ভ্যাকসিন নেওয়া থাকলে ডেল্টার প্রভাব কম হয়। এমনকি ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়ার পর ডেল্টায় আক্রান্তের হওয়ার কারণে কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন- পাঁচ মাসে সর্বনিম্ন অ্যাকটিভ কেস, উদ্বেগ বাড়াচ্ছে দৈনিক আক্রান্ত
দেশে করোনা আক্রান্তের সংখ্যা কখনও কমছে। কখনও বা বাড়ছে তার মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেল্টা ভ্যারিয়েন্ট। যার ফলে অবশ্যম্ভাবী তৃতীয় ঢেউ। ইতিমধ্যেই পৃথিবীর প্রায় ১০০ টি দেশে ডেল্টার অস্তিত্ব মিলেছে। তবে, এই রিপোর্টে কিছুটা স্বস্তি মিলেছে।