হাওড়া: রথীন চক্রবর্তীর পর হাওড়া পুরসভার পরবর্তী মেয়র হিসেবে কি ফের কোন চিকিৎসককে আনতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়? সে ক্ষেত্রে তবে কি সমবায় মন্ত্রী অরূপ রায় এর অত্যন্ত স্নেহভাজন শিশুরোগ বিশেষজ্ঞ সুজয় চক্রবর্তীকেই পরবর্তী মেয়র হিসেবে প্রজেক্ট করবে দল?
আরও পড়ুন- ক্যান্সারের ভুল রিপোর্ট দিয়ে স্বাস্থ্য কমিশনের শাস্তির মুখে অ্যাপোলো ডায়াগনস্টিক
হাওড়ার পুর সুশাসক মন্ডলীর চেয়ারম্যান বদল হতেই এই প্রশ্ন নিয়ে রাজনৈতিক মহলে জোরালো জল্পনা শুরু হয়ে গিয়েছে। এ বিষয়ে অবশ্য বিশেষ কিছু মুখ খুলতে চাননি চিকিৎসক সুজয় চক্রবর্তী। তিনি শুধু জানিয়েছেন,”দল আমাকে যে দায়িত্ব দেবে সেটা মাথায় নিয়ে কাজ করার চেষ্টা করব।”
আরও পড়ুন- রাতের শহরে নিগৃহীতা পানশালার গায়িকা, ধৃত ম্যানেজার
এতদিন পর্যন্ত হাওড়া পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান ছিলেন মন্ত্রী অরূপ রায়। মঙ্গলবার সেই পদে বদল হয়। প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান হিসেবে নিয়ে আসা হয় স্বচ্ছ মুখ। হাওড়া পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান করা হয় সুজন চক্রবর্তীকে। তিনি বুধবার পুরসভায় গিয়ে নতুন দায়িত্ব বুঝে নেন। তিনি জানান, যতদিন না পর্যন্ত নির্বাচন হচ্ছে ততদিন পর্যন্ত এই দায়িত্বে থেকে পুর পরিষেবার কাজ চালিয়ে যাব।
আরও পড়ুন- মেয়াদ শেষ রক্ষাকবচের, গ্রেফতার হতে পারেন বিজেপি নেতা জয়প্রকাশ
২০১৩ সালে হাওড়া পুরসভা ভোটের আগে সুজয় চক্রবর্তীকেই মেয়র হিসেবে চেয়ে ছিলেন মন্ত্রী অরূপ রায়। কিন্তু বাস্তব ক্ষেত্রে তা আর ঘটেনি। হাওড়া নতুন মেয়র হিসেবে চিকিৎসক রথীন চক্রবর্তীর নাম ঘোষণা করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন- কলকাতার কেউ আফগানিস্তানে আটকে নেই, নবান্নকে জানিয়ে দিল লালবাজার
এরপর রাজ্য বিধানসভা নির্বাচনের আগে হাওড়া জেলার রাজনীতিতেও পালা বদল ঘটে। মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়, বিধায়ক বৈশালী ডালমিয়ার সঙ্গে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন রথীন চক্রবর্তী। রথীন চক্রবর্তী এখন বিধানসভা ভোটে হারার পর রাজনীতি থেকে শতহস্ত দূরে রয়েছেন।
আরও পড়ুন- ‘যমের দুয়ারে সরকার’ বলে দাঁতনে বিক্ষোভের মুখে দিলীপ
সুজয় চক্রবর্তী ছাড়াও হাওড়া পুরসভার নতুন মেয়র হিসেবে এগিয়ে রয়েছেন মন্ত্রী অরূপ রায়। কারণ, রাজনৈতিক অভিজ্ঞতা, দক্ষ প্রশাসক এবং সারা হাওড়া জেলা তিনি হাতের তালুর মতো চেনেন। যোগ্য সংগঠক অরূপ বাবু। বিধানসভা নির্বাচনের ফলে হাওড়ায় ১৬-০ হয়েছে তৃণমূল। স্বাভাবিকভাবেই অরূপ বাবুর উপর খুশি দলীয় নেতৃত্ব। অরূপ বাবু যদি মেয়র হন তাহলে এক ব্যক্তি-একপদ নীতিতে তাকে মন্ত্রিত্ব ছাড়তে হবে। এ বিষয়ে অরূপ রায় জানান, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। তাই বিষয়টি নিয়ে আমি কিছু বলতে চাই না।