মেদিনীপুর: বিজেপির রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ পশ্চিম মেদিনীপুরে! ঘটনাটি ঘটেছে, দাঁতনের মনোহরপুর এলাকায়। জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুরের দাঁতন থানার মনোহরপুরের কাছে সাহানিয়া গ্রামে একটি দলীয় কর্মসূচিতে যোগদান করতে এবং অত্যাচারিত বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
আরও পড়ুন- আফগানিস্তান পরিস্থিতি সামাল দিতে আসরে NATO
অভিযোগ তখনই মনোহরপুর হাইস্কুলের সামনে চলছিল “দুয়ারে সরকার” কর্মসূচি। সেই এলাকার সামনে দিলীপ ঘোষের গাড়ি পৌঁছতেই রে রে করে তেড়ে আসে কিছু লোকজন। শুরু হয় গাড়ি ঘিরে বিক্ষোভ। স্লোগান দেওয়া হয়- “গো ব্যাক”! “যমের দুয়ারে স্লোগান বলেছেন কেন জবাব চাই” ইত্যাদি। পরিস্থিতি বেগতিক দেখে দিলীপ ঘোষ সহ বিজেপি নেতৃত্ব গাড়ি ঘুরিয়ে ফিরে যান বেলদার দিকে।
আরও পড়ুন- কলকাতা পুলিশের মহিলা কর্মীকে খুন-ধর্ষণের হুমকি
বিজেপির রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ তাঁর নিজের সংসদীয় এলাকায়, দাঁতন বিধানসভার সাহানিয়া গ্রামে বুধবার দুপুরে একটি দলীয় কর্মসূচীতে অংশ গ্রহণ করতে গিয়ে প্রবল বিক্ষোভের মুখে পড়েন। এই দাঁতন বিধানসভায় বিজেপি মাত্র ৮০০ (প্রায়) ভোটে পরাজিত হয়।
প্রশ্ন উঠছে এই এলাকায় বিজেপি শক্তিশালী হওয়া সত্ত্বেও বিজেপি রাজ্য সভাপতি তথা এলাকার সাংসদকে এভাবে আক্রান্ত হতে হলে কেন? তৃণমূল বলছে, সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত বিক্ষোভ। উনি এলাকার মানুষ-কে প্ররোচিত করতে গিয়েছিলেন, ‘দুয়ারে সরকার’ কর্মসূচিকে ওনারা “যমের দুয়ারে সরকার” বলে কটাক্ষ করেন! তাই, সাধারণ মানুষ বিক্ষোভ দেখিয়েছেন।
যদিও খড়গপুরে পৌঁছে দিলীপ ঘোষ বলেছেন, “তৃণমূলের লোকজন এই কাণ্ড ঘটিয়েছে! আমরা প্ররোচনায় পা দিইনি। গিয়েছিলাম অত্যাচারিত কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করতে। তা না করেই চলে আসতে হল। তৃণমূল বাংলায় এই কাণ্ড করছে, এবার বাংলার বাইরে তৃণমূল পা দিতে পারবে তো!”
আরও পড়ুন- অভিযোগ ছিল বলেই শুভেন্দুর বিরুদ্ধে মামলা, বুঝিয়ে দিল হাইকোর্ট
এই ঘটনায় পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে বলে জানিয়েছেন বিজেপির জেলা সভাপতি সোমেন তেওয়ারি। অপরদিকে, তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা জানিয়েছেন, “মানুষ উপকৃত হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প দুয়ারে সরকার থেকে। আর উনি গিয়ে এলাকাবাসীকে উত্তেজিত করতে গিয়েছিলেন। তাই, এলাকাবাসী ওনার বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছেন।”