বনগাঁ : বনগাঁয় ফের উদ্ধার আগ্নেয়াস্ত্র। আগ্নেয়াস্ত্রর সঙ্গে নিষিদ্ধ মাদক উদ্ধার করল গোপালনগর থানার পুলিশ। এই ঘটনায় পুলিশ ২ জনকে গ্রেফতার করেছে।
আরও পড়ুন : আর্থিক প্রতারণার অভিযোগে গ্রেফতার বনগাঁর পোস্টমাস্টার, থানায় বিক্ষোভ গ্রাহকদের
এই ঘটনায় ধরা পড়েছে এক অস্ত্র ব্যবসায়ী ও তার সাগরেদ। নিষিদ্ধ তরল মাদক ও অস্ত্রসহ এক অস্ত্র ব্যবসায়ী ও তার সাগরেদকে গ্রেফতার করল উত্তর ২৪ পরগনা জেলার গোপালনগর থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৩টি পিস্তল, একটি বড় পাইপগান, ৭ রাউন্ড গুলি , ৪ টি চোরাই মোবাইল ফোন ও ১০ লিটার নিষিদ্ধ তরল মাদক কোডাইন মিক্সচার এবং ৪টি চোরাই মোবাইল। মঙ্গলবার গভীর রাতে গোপালনগর থানার নিমতলা এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।
আরও পড়ুন : বনগাঁয় কেন্দ্রীয় মন্ত্রীর সাংগঠিক সভায় গরহাজির তিন বিধায়ক, অস্বস্তিতে বিজেপি
পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম আইয়ুব আলী মীর। বাড়ি চাকদা থানার সড়কপুর৷ তার সহযোগীর নাম রণবীর চন্দ্র মণ্ডল। বাড়ি গাইঘাটা থানা জলেশ্বর আদিবাসী পাড়ায়। এরা ভিন রাজ্য থেকে অস্ত্র কিনে এলাকায় দুষ্কৃতীদের কাছে বিক্রি করতে বলে পুলিশ সূত্রে জানা গেছে। ধৃতদের ১০ দিনের পুলিশি হেফাজতে চেয়ে বনগাঁ আদালতে পাঠানো হয়।