নয়াদিল্লি : ফিরে এসেছে নব্বইয়ের দশকের বিভীষিকা। আফগানিস্তানের দখল নিয়েছে তালিবান। প্রাণ বাঁচাতে দেশ ছেড়ে পালাচ্ছে আফগান নাগরিকরা। বিশৃঙ্খলা শুরু হয়েছে দেশের সর্বত্র। আফগানিস্তান থেকে ইতিমধ্যেই ১২৯ জন ভারতীয়কে বিশেষ বিমানে ফিরিয়ে আনা হয়েছে। সন্ত্রাস কবলিত কাবুলে এবার দরজা বন্ধ হচ্ছে ভারতীয় দূতাবাসের। আফগানিস্তানে ভারতীয় রাষ্ট্রদূত আর টন্ডন সহ দূতাবাসে কর্মরত অন্যান্য ভারতীয় কর্মীদের ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে বিদেশমন্ত্রক। তাদের নিয়ে আসতে পৌঁছে গেছে বায়ু সেনার বিমান। বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি মঙ্গলবার টুইট করে জানিয়েছেন, আফগানিস্তানে ভারতীয় দূতাবাসে কর্মরত ভারতীয়দের দেশে ফিরিয়ে আনা হবে। ফিরবেন আফগানিস্তানে ভারতীয় রাষ্ট্রদূতও। পরিস্থিতি উত্তপ্ত হতেই কাবুলে ভারতীয় দূতাবাসের নিরাপত্তার দায়িত্বে রয়েছে ইন্দো-টিবেটিয়ান বর্ডার সশস্ত্র সেনাবাহিনী।
In view of the prevailing circumstances, it has been decided that our Ambassador in Kabul and his Indian staff will move to India immediately.
— Randhir Jaiswal (@MEAIndia) August 17, 2021
আরও পড়ুন: বাঙালিদের জাতিগত শংসাপত্রে বড় বদল বিজেপি সরকারের
কড়া পাহারার মধ্যে রাখা হয়েছে দূতাবাসের কর্মরত ভারতীয়রা। অনির্দিষ্টকালের জন্য দূতাবাসের অনলাইন পরিষেবা বন্ধ করা হয়েছে। তবে ভিসা সহ অন্যান্য গুরুত্বপূর্ণ পরিষেবা জারি ছিল। পরিস্থিতি ক্রমশ বিপদসঙ্কুল হয়ে ওঠায় এবার দূতাবাস বন্ধ করে সেখানে কর্মরতদের দ্রুত দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সোমবার রাতে কাবুলের ভারতীয় দূতাবাসটি আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে বলেই স্থানীয় সূত্রের খবর। যদিও সরকারি তরফে এ বিষয়ে কোনও স্পষ্ট ঘোষণা হয়নি। সূত্রের খবর, ওই দূতাবাসে কর্মরত সমস্ত ভারতীয় কর্মীদের দেশে ফিরিয়ে আনা হচ্ছে। আপাতত, সেখানে কাজ করবেন শুধু আফগান কর্মীরা। সোমবার রাতেই কাবুলে আটকে পড়া ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনতে গিয়েছে ভারতীয় বায়ুসেনার বৃহত্তম এয়ারলিফ্টার, ৩-১৭ গ্লোবমাস্টার। বায়ুসেনার ওই বিমানেই ফিরিয়ে আনা হবে ভারতীয় রাষ্ট্রদূত ও আফগানিস্তানে ভারতীয় দূতাবাসে কর্মরত ভারতীয় কর্মীদের।