ওয়েব সিরিজের দৌলতে এই মুহূর্তে বেশ পরিচিত মুখ অহনা কুমরা । সোশ্যাল সাইটেও দারুণ অ্যাক্টিভ তিনি। থ্রিলার ছবির শ্যুটিং-এ লন্ডন পাড়ি দিয়েছেন অহনা । তবে লন্ডনে ঠিক ছবি কোন শ্যুটিং-এ তিনি ব্যস্ত তা স্পষ্ট জানা যায়নি এখনও। যদিও শোনা যাচ্ছে যে থ্রিলার ছবিতে কাজ করছেন অহনা, সেখানে গুরুত্বপূর্ণ চরিত্রেই দেখা যাবে তাঁকে।
আরও পড়ুন : ‘শেরশাহ’-এ মাত করলেন সিদ্ধার্থ
নতুন প্রোজেক্ট নিয়ে দারুণ এক্সাইটেড অহনা। এই ধরণের চরিত্রে আগে কাজ করেননি তিনি। প্রোজেক্টের সঙ্গে বেশ কিছু নামীদামী মানুষ জড়িয়ে আছেন। তারা কারা না জানা গেলেও তাদের সঙ্গে কাজ করতে যে অহনা মুখিয়ে আছেন তা তিনি স্বীকারও করে নিয়েছেন। বিশেষ করে প্যানডেমিক পরিস্থিতিতে লন্ডনের মতো জায়গায় শ্যুটিং করার সুযোগ আসায় আরও বেশি এক্সাইটেড হয়ে রয়েছেন অহনা।
ক্রাইম থ্রিলারে অভিনয় করতে লন্ডনে পৌঁছোলেও এখনও কোয়ারেন্টাইনেই আছেন অভিনেত্রী। শ্যুটিং সংক্রান্ত তোড়জোড়ও চলছে। শ্যুটিং সেটে যাবতীয় সুরক্ষাবিধি মেনেই হবে আপকামিং প্রোজেক্টের কাজ। শ্যুটিং শুরু হয়ে যাওয়ার পর বিদেশি শ্যুটিং স্পটে যাতে কাজ করতে কোনও অসুবিধে না হয়। তার দিকে কড়া নজর রাখা হয়েছে।
আরও পড়ুন : কলকাতার রাস্তায় ইয়ামি
আপকামিং প্রোজেক্ট সম্পর্কে অহনা বলছেন, এই ধরণের চরিত্রে আগে অভিনয় করেননি তিনি। তাঁর মতে, সব অভিনেতা – অভিনেত্রীরাই আসলে এমন কিছু চরিত্র এক্সপ্লোর করতে চান যে ধরণের চরিত্রে আগে কখনও কাজ করেননি তারা। নতুন প্রোজেক্ট অহনার কাছে তেমনই । শ্যুটিং-এর পাশাপাশি লন্ডন শহর ঘোরারও প্ল্যান আছে অহনার। আপাতত কোয়ারেন্টাইন সময়টুকু কেটে যাওয়ার অপেক্ষায় রয়েছেন তিনি।