নয়াদিল্লি: পেগাসাস নিয়ে রাজ্যসভায় বিবৃতি দিল কেন্দ্র সরকার৷ ইজরায়েলি সংস্থা এনএসও-র সঙ্গে কোনও লেনদেন হয়নি, দাবি প্রতিরক্ষা মন্ত্রকের৷ মন্ত্রকের স্পষ্ট বক্তব্য, এনএসও-র থেকে কোনও পেগাসাস স্পাইওয়্যার কেনা হয়নি৷ কিন্তু বিরোধী এ বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের থেকে জানতে চেয়ে ছিল৷ তাঁরা দুজনের কেউই এবিষয়ে কিছু বলেন নি৷ বরং, সোমবার প্রতিরক্ষা মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী লিখিত বিবৃতি দিয়ে জানিয়েছেন, ইজরায়েলি সংস্থা এনএসও-র সঙ্গে কোনও প্রকার লেনদেন হয়নি৷
আরও পড়ুন- সংসদের অদূরে ‘মুসলিম বিরোধী’ স্লোগান, এফআইআর করেই দায় সারল শাহি-পুলিশ
লিখিত বিবৃতিতে কী জানিয়েছে মন্ত্রী অজয় ভাট? বলেছেন, কোনও অবৈধ নজরদারি করা হয়নি। ২0১৮-১৯ থেকে পরপর তিনটি আর্থিক বর্ষে প্রতিরক্ষা মন্ত্রকের জন্য বরাদ্দ বাজেট ও খরচের হিসাবও দেওয়া হয়৷ সেই হিসাবে পেগাসাস স্পাইওয়্যারের লেনদেন সংক্রান্ত কোনও তথ্যের উল্লেখ নেই৷ এরপরেও বিরোধীরা কেন্দ্রীয় মন্ত্রীর জবাবে সন্তুষ্ট হন নি৷
Answer this👇and #Parliament will function smoothly https://t.co/gSoQKYQTl6 pic.twitter.com/sGkp54hlpI
— Derek O'Brien | ডেরেক ও'ব্রায়েন (@derekobrienmp) August 9, 2021
আরও পড়ুন- অভিষেককে মারতে বিমানেও গুন্ডা তুলে দিচ্ছে বিজেপি, বিস্ফোরক মমতা
কারণ, তাঁরা বলেন, এনএসও-র সঙ্গে সরকারের চুক্তি আছে কি না এবং নাগরিকদের উপর কোনও প্রকার নজরদারি চালানো হয়েছিল কিনা সে বিষয়ে স্পষ্ট বক্তব্য চায়৷ কারণ, আইন অনুযায়ী নজরদারির হচ্ছে কিনা তা যাচাই কিংবা প্রকাশ্যে আনার বিষয়টি জটিল প্রক্রিয়া৷ এটি প্রতিরক্ষা মন্ত্রকের দেখার বিষয় নয়৷ বরং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় জড়িত।তাই মোদি-শাহ জানান, আদৌ পেগাসাস কেনা হয়েছিল কিনা৷
আরও পড়ুন- কেন্দ্রের নতুন ওবিসি সংরক্ষণ বিলকে সমর্থন বিরোধীদের
দেশীয় সংবাদ মাধ্যম ‘দ্য ওয়ারে’র রিপোর্টে প্রকাশ, এই পেগাসাস স্পাইওয়্যারের মাধ্যমে ভারতের সরকার ও বিরোধী পক্ষের নেতা, মন্ত্রী থেকে শুরু করে ৪০ জনের বেশি সাংবাদিক, শিল্পপতি, সমাজকর্মী, বিচারপতিদের ফোন হ্যাক করা হয়েছে। গোটা প্রক্রিয়াটা সরকারই করেছে বলে বিরোধীরা অভিযোগ তুলেছে। যদিও সব অভিযোগ অস্বীকার করে নরেন্দ্র মোদি সরকার। কিন্তু, বিরোধীরা নিজেদের দাবিতে অনড় থাকেন৷ যে কারণে সংসদের বাদল অধিবেশনের একাধিক সভা মুলতুবি হয়৷ বিরোধীরা বারে বারে ওয়াকআউট করেন৷