খড়গপুর: ফের বেফাঁস দিলীপ ঘোষ৷ খড়গপুরের জলযন্ত্রণা দেখতে গিয়ে স্থানীয় কাউন্সিলর সম্পর্কে অশোভনীয় মন্তব্য করে বসেন তিনি৷ বলেন, ‘কাউন্সিলরকে ল্যাম্পপোস্টে বেঁধে রাখুন৷’ যথারীতি বিজেপির রাজ্য সভাপতির মন্তব্যে শুরু হয়ে গিয়েছে বিতর্ক ৷ দিলীপের মন্তব্যে অস্বস্তিতে পড়েছে বিজেপিও৷ কেননা তিনি যাঁর সম্পর্কে মন্তব্য করেছেন তিনি বিজেপিরই বিদায়ী মহিলা কাউন্সিলর সুখরাজ কৌউর৷ প্রশ্ন উঠছে, দিলীপবাবু কি তাহলে না জেনে দলের মহিলা কাউন্সিলর সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেছেন?
আরও পড়ুন: বাড়ছে গঙ্গার জলস্তর, প্লাবনের আশঙ্কা উত্তর ভারতে
খড়গপুর বিজেপির গড়৷ এখানকার সাংসদ দিলীপ ঘোষ৷ একুশের ভোটে খড়গপুর সদর কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হয়েছেন বিজেপির হিরন্ময় চট্টোপাধ্যায়৷ স্বাভাবিকভাবেই রেল নগরী খড়গপুর দিলীপ ঘোষের অত্যন্ত কাছের৷ সেই খড়গপুর শহরের জমা জল ছবি দেখে মেজাজ হারান তিনি৷
রবিবার প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন দিলীপ ঘোষ৷ পরে এক অসুস্থ কর্মীকে দেখতে ২ নম্বর ওয়ার্ডে যান৷ সেখানেই গিয়েই জলবন্দি এলাকা পরিদর্শন করেন৷ দিলীপ ঘোষকে দেখে এলাকার জল জমা নিয়ে অভিযোগ জানাতে এগিয়ে আসেন স্থানীয়রা৷ এলাকাবাসীরা জানান, তাঁরা দীর্ঘদিন ধরেই জলযন্ত্রণায় ভুগছেন৷ শুনে রাগে অগ্নিশর্মা হয়ে ওঠেন দিলীপ৷ বলেন, ‘আমি সাংসদ কোটার টাকাও দেব৷ আর আপনাদের হয়ে পুরসভার বিরুদ্ধে আন্দোলনও করব৷ আর আপনারা বাড়িতে বসে ঘুমাবেন? যান গিয়ে আন্দোলন করুন, জাতীয় সড়ক ঘেরাও করুন৷’
আরও পড়ুন: ধসে আচমকা পাহাড়ের খাদে ভেঙে পড়ল হোটেল
স্থানীয় মানুষ এলাকার বিদায়ী কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ করলে তিনি আরও ক্রুদ্ধ হয়ে ওঠেন৷ বলেন, ‘কাউন্সিলরের বাড়ির সামনের রাস্তা ঘেরাও করুন। তাঁর বাড়ির সামনে গিয়ে মলত্যাগ করুন, বাড়ির সামনে কাদা ফেলে দিয়ে আসুন। তাঁর বাড়ি থেকে বেরনো বন্ধ করে দিন। যে ছোটো লোক তাঁর সঙ্গে ছোটো লোকের মতই ব্যবহার করতে হবে৷’ দিলীপ আরও বলেন, ‘দরকার পড়লে কাউন্সিলরকে ল্যাম্প পোস্টে বেঁধে রাখুন৷’