কলকাতা টিভি ওয়েব ডেস্ক: ভারতীয় মহিলা হকি টিমের হারের পেছনে নাকি দলিত মহিলাদের অবদান! প্রচুর সংখ্যায় দলিত মহিলা রয়েছেন টিমে। তাই হারতে হয়েছে ভারতকে। এমনই অভিযোগ তুলে মহিলা হকি খেলোয়াড় বন্দনা কাটারিয়ার বাড়ির সামনে কটূক্তি কিছু সমাজের উঁচু শ্রেণির মানুষের।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী চুপ! মৌনতাই কি স্বীকৃতি, পেগাসাস কাণ্ডে তোপ তৃণমূলের
টোকিও অলিম্পিক্সে ছেলেদের হকিতে পদক পেলেও মেয়েদের হকিতে পদক এল না ভারতের ঝুলিতে। অল্পের জন্য আর্জেন্টিনার কাছে হার ভারতের। এবারের মত চতুর্থ স্থানে শেষ করল মহিলা হকি টিম। হারের পরই মহিলা হকি টিমের এক খেলোয়াড় বন্দনা কাটারিয়ার বাড়ির সামনে এসে নিচু জাত বলে কটাক্ষ করতে থাকেন সমাজের উঁচু শ্রেণির কিছু মানুষ।
আরও পড়ুন: বৈষম্যের কারণেই কি বাড়ছে IIT-র সংরক্ষিত আসনের ড্রপআউট?
বন্দনা কাটারিয়ার বাড়ি হরিদ্বারের রোশনাবাদ গ্রামে। শুধু কটূক্তিই নয় এই হারে তাঁরা রীতিমত বাজি ফাটিয়ে, নাচ করতে শুরু করেন বলে অভিযোগ। বন্দনার ভাই শেখরবাবু জানিয়েছেন, হারের পর তাঁরা সবাই ভেঙে পড়েছিলেন। হঠাৎই আওয়াজ শুনে বাইরে বেরিয়ে তাঁরা দেখেন কিছু লোক বাড়ির সামনে জড়ো হয়েছেন। ওই লোকগুলো গ্রামেরই উঁচু শ্রেণির বলে চিনতে পেরেছেন বন্দনাদেবীর ভাই।
আরও পড়ুন: ‘কান্নার শব্দ শুনতে পাচ্ছি, মন খারাপ কোরো না’, রানিদের টেলিফোনে বললেন মোদি
অভিযোগ, বন্দনাদেবীর ভাইকে দেখে ওই লোকগুলো কটূক্তি করতে থাকে। তাঁরা বলে সব জায়গাতেই দলিতদের কোনও স্থান নেই। অথচ মহিলা হকি টিমে দলিতদের রাখা হয়েছে। তাই এই হার। এই কথা প্রকাশ্যে আসতেই হতবাক বিশেষজ্ঞমহল।