বছরের শেষ বুধের গোচরে (Mercury’s Transit) বিরাট সমস্যায় পড়তে পারে এই তিন রাশি (Zodiac Sign)। সতর্ক থাকতে হবে। ২৯ ডিসেম্বর বুধ বৃশ্চিক রাশি ত্যাগ করে বৃহস্পতির রাশি ধনু রাশিতে প্রবেশ করবে। এর ফলে নানাবিধ জটিলতা তৈরি করতে পারে। বুধ ২০২৬ সালের ১৭ জানুয়ারি পর্যন্ত একই স্থানেই অবস্থান করবে।
বৃষ রাশি- বুধের গোচর এই রাশির জাতক জাতিকাদের জন্য আর্থিকভাবে অনুকূল নয়। ব্যয় সংকোচ করতে হবে। কর্মক্ষেত্রে প্রতিকূলতা আসতে পারে। স্বাস্থ্যের দিকে নজর দিন। হঠকারি সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকতে হবে।
কর্কট রাশি- পরিস্থিতি প্রতিকূল হতে পারে। কর্মক্ষেত্রে বিভিন্ন দিক দিয়ে সমস্যা আসতে পারে। প্রতিপক্ষরা কাজে বাধা তৈরি করতে পারে। প্রতিকূল পরিস্থিতিতেও নিজে শান্ত থাকার চেষ্টা করবেন। কাজে মনসংযোগ দেবেন, ধীর স্থীরভাবে জীবনে সিদ্ধান্ত নেবেন। রাগের বশে, বা আবেগে ভেসে কোনও বিষয়ে সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন।
আরও পড়ুন- ৫০০ বছরের মধ্যে বিরলতম বছর হতে চলেছে ২০২৬! কী কী ঘটার সম্ভাবনা?
ধনু রাশি – আয়ের থেকে ব্যয় বেশি হবে। পরিকল্পনা করে জীবনের পথে পা বাড়ান। কর্মক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে, তবে নিজের প্রতি বিশ্বাস রাখুন। গুরুজনদের সঙ্গে হঠাৎ করে দূরত্ব বাড়তে পারে। নিজের জন্য সময় বের করুন।
মকর রাশি- চ্যালেঞ্জ নিতে হবে। কর্মক্ষেত্র ও পারিবারিক জীবনে সমস্যা বাড়তে পারে, তবে সাহস হারালে চলবে না। মানসিক চাপ এড়িয়ে চলুন। কোনও বিবাদ-ঝগড়া-অশান্তি এড়িয়ে চলার চেষ্টা করুন, না হলে পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে। স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন।
*ডিসক্লেমার*: কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত কলকাতা টিভি অনলাইনের নেই। কলকাতা টিভি অনলাইন জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।