কলকাতা: গ্রুপ-সি গ্রুপ-ডি নিয়োগের আবেদনের (Application Group C- Group D) সময়সীমা বাড়াল এসএসসি (SSC)। ৮ তারিখ ছিল শেষ দিন আবেদনের। সোমবার স্কুল সার্ভিস কমিশনে (School Service Commission) তরফ থেকে জানানো হয়েছে, ৮ থেকে বাড়ানো হল আবেদনের সময়সীমা। আগামী ১২ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করতে পারবে চাকরিপ্রার্থীরা। গত দু’দিন ধরে প্রায় ৫০ থেকে ৬০ হাজার শিক্ষাকর্মীর আবেদনের জন্য ভিজিট করছে বলে এসএসসি সূত্রের খবর।তার ফলে এই মুহূর্তে এসএসসির সার্ভার সমস্যা তৈরি হয়েছে।এখনও পর্যন্ত শিক্ষাকর্মী পদে আবেদন জমা পড়েছে ১৪ লক্ষ মতো। ৩ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত। প্রথম আবেদনের সময়সীমা দেওয়া হয়েছিল। বাড়িয়ে করা হয় সোমবার ৮ ডিসেম্বর। তা আবার বাড়ানো হল চার দিন।কমিশন সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে শিক্ষাকর্মী পদে আবেদন জমা পড়েছে ১৪ লক্ষ মতো।
শেষ দু’দিনে শিক্ষাকর্মী পদে আবেদনের হিড়িক।এসএসসি সূত্রের খবর, গত দু’দিন ধরে প্রায় ৫০ থেকে ৬০ হাজার শিক্ষাকর্মীর আবেদনের জন্য ভিজিট করছে।তার ফলেই বিপত্তি। অভিযোগ, বহু প্রার্থীই আবেদন জমা দিতে পারেননি। তাই আরও চার দিন বাড়তে চলেছ সময়সীমা।সোমবার, ৮ ডিসেম্বর বিকেল পর্যন্ত ছিল আবেদনের সময়সীমা। কিন্তু প্রযুক্তিগত সমস্যায় গ্রুপ-সি ও গ্রুপ-ডি নিয়োগ পরীক্ষায় বসার আবেদনের সময়সীমা বাড়িয়ে ১২ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত করল স্কুল সার্ভিস কমিশন। এসএসসি সুত্রের খবর, বর্তমানে যে ওয়েবসাইট রয়েছে সেখানে একসঙ্গে ১৩ থেকে ১৪ হাজার মানুষ আবেদন করতে পারেন। গত দু’দিনে হঠাৎই ৫০ থেকে ৬০ হাজার প্রার্থী শিক্ষাকর্মী হওয়ার পরীক্ষায় বসতে চেয়ে আবেদন করতে চাইলেও করতে পারেননি। বেশ কিছু আবেদনকারী ইতিমধ্যে অভিযোগ জানিয়েছে স্কুল সার্ভিস কমিশনের অফিসে। তাই এই সময়সীমা বৃদ্ধির সিদ্ধান্ত।
আরও পড়ুন:‘প্রেস্টিজিয়াস প্রজেক্ট’,চিংড়িঘাটার মেট্রোর কাজ নিয়ে অসন্তোষ প্রকাশ হাইকোর্টের
দেখুন ভিডিও