কলকাতা: কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) শেখ শাহজাহান (Sheikh Shahjahan) সংক্রান্ত নির্দেশ এবং প্রধান বিচারপতির মন্তব্যের পরে শাসক তৃণমূল সোমবার ফের দাবি করল, আদালতের কারণেই শাহজাহানকে গ্রেফতার করতে পারেনি রাজ্য পুলিশ। জট কেটেছে। সাত দিনের মধ্যে শাহজাহান গ্রেফতার হবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, শাহজাহানের গ্রেফতারির ক্ষেত্রে অন্তরায় আদালত। কোর্ট পুলিশের হাত-পা বেঁধে দিয়েছে। সোমবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবগননম বলেন, স্পষ্টভাবে বলছি, পুলিশকে কোনও নির্দেশ দেওয়া হয়নি। ইডির মামলায় সিট গঠনের উপরে স্থগিতাদেশ দেওয়া হয়েছিল। আমরা পুলিশকে বলিনি যে, গ্রেফতার করা যাবে না।
তবে তৃণমূল পুরনো রায়ের ৭ নম্বর ও ৮ নম্বর অনুচ্ছেদ দেখিয়ে দাবি করেন, আদালত স্পষ্টই বলেছিল রাজ্য পুলিশকে সংযত থাকতে হবে। তারা কোনও প্রক্রিয়া করতে পারবে না। পরে এক্স হ্যান্ডলে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ লিখেছেন, আইনি জটেই বিষয়টি আটকে ছিল। তার সুযোগে রাজনীতি করছিল বিরোধীরা। আজ হাইকোর্ট সেই জট খুলে পুলিশকে পদক্ষেপে অনুমোদন দেওয়ায় ধন্যবাদ। তবে একই সঙ্গে সংবাদমাধ্যমের কাছে কুণাল ঘোষ দাবি করেছেন একটা চক্রান্ত হয়েছে। তিনি তির ছুড়েছেন বিজেপি, সংবাদমাধ্যম ও বিচারব্যবস্থার একাংশের দিকে।
আরও পড়ুন: বিতর্কিত তৃণমূল নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে নতুন করে এফআইআর
আরও খবর দেখুন