ওয়েব ডেস্ক: সপ্তাহের শুরুতে জ্যোতিষশাস্ত্রের আলোকে চলমান সময়ের দিকনির্দেশনা জানতে পারা যায়। এই সাপ্তাহিক রাশিফল (Rashifal) আপনাকে দেবে জীবনের নানা ক্ষেত্রে—ব্যক্তিগত সম্পর্ক, কর্মক্ষেত্র, আর্থিক অবস্থা ও স্বাস্থ্যের বিষয়ে মূল্যবান পরামর্শ। চলুন দেখে নেওয়া যাক, এই সপ্তাহটি আপনার জন্য কী কী চমক এবং সুযোগ নিয়ে আসছে, এবং কোথায় সাবধানতার প্রয়োজন।
মেষ (ARIES):
এই সপ্তাহে মেষ রাশির জাতকদের জন্য সময়টা কিছুটা চাপে কাটবে। বিশেষ করে কর্মক্ষেত্রে নতুন দায়িত্বে পড়ে ঘুম উড়ে যেতে পারে। সহকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি বাড়তে পারে এবং এতে মন খারাপ হতে পারে। সপ্তাহের মাঝামাঝি সময়ে পরিবারের কারও সঙ্গে পুরনো কোনও বিষয়ে মতবিরোধ সৃষ্টি হতে পারে, তবে সেটা সহজেই মিটে যাবে যদি আপনি শান্ত থাকেন। শনিবারের পর থেকে পরিস্থিতির উন্নতি হতে থাকবে, এবং কাজের জগতে ভালো খবর আসবে। প্রেমে কিছুটা মিশ্র অভিজ্ঞতা থাকবে। রাগ কমিয়ে ধৈর্য ধরলে আপনি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারবেন।
আরও পড়ুন: শুরু বুধের গোচর, লাকি এই তিন রাশি
বৃষ (TAURUS):
এই সপ্তাহটি বৃষ রাশির জন্য একেবারে শুভ। দীর্ঘদিন যেসব কাজ আটকে ছিল, তা হঠাৎ করেই এগোতে শুরু করবে। ব্যবসা বা নতুন প্রজেক্টে ভালো লাভের সম্ভাবনা রয়েছে। পরিবারে কারও স্বাস্থ্যের সমস্যা থাকলেও তাতে দ্রুত উন্নতি হবে। প্রেমের ক্ষেত্রেও শুভ ফল মিলবে—অবিবাহিতরা নতুন সম্পর্কের দিকে এগোতে পারেন, আর দাম্পত্য সম্পর্ক আরও মজবুত হবে। বিদেশে যাত্রার পরিকল্পনা থাকলে তা সফল হতে পারে। আত্মবিশ্বাসে ভর করে আপনি যে কোনও পরিস্থিতিকে জয় করতে পারবেন। সপ্তাহের শেষে আত্মীয়-বন্ধুর সঙ্গে মিলনের সুযোগও আসবে।
মিথুন (GEMINI):
মিথুন রাশির জাতকদের এই সপ্তাহটা কিছুটা মিশ্র হতে পারে। মনের দিক থেকে দুর্বলতা দেখা দিতে পারে, বারবার সিদ্ধান্ত বদলানো আপনাকে সমস্যায় ফেলতে পারে। তবে বৃহস্পতিবারের পর চিত্র বদলাবে। যাঁরা পড়াশোনায় রয়েছেন, তাঁদের জন্য এটি সাফল্যের সপ্তাহ—পরীক্ষা বা ইন্টারভিউয়ে ভালো ফলাফল পাবেন। কর্মক্ষেত্রে পদোন্নতির ইঙ্গিত পাওয়া যায়, যদিও সহকর্মীদের সঙ্গে আচরণে সচেতন থাকুন। আর্থিক দিকটা বেশ ভালো যাবে, তবে সপ্তাহের শেষে কোনও বড় খরচ সামনে আসতে পারে। ভ্রমণের পরিকল্পনা থাকলে খুব ভালো করে সব কিছু যাচাই করে নিন।
কর্কট (CANCER):
কর্কট রাশির জাতকদের জন্য সপ্তাহটা কিছুটা কঠিন। বিশেষ করে পরিবার ও সম্পর্ক নিয়ে উদ্বেগ বাড়তে পারে। দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে, তাই সংবেদনশীল হয়ে কথা বলুন। শরীরেও দুর্বলতা দেখা দিতে পারে—বিশেষ করে হজম বা ঘুম সংক্রান্ত সমস্যা। তবে পেশাগত ক্ষেত্রে আপনি নতুন দিশা পেতে পারেন, যদি আপনি সাহস করে কোনও নতুন প্রস্তাব গ্রহণ করেন। বৃহস্পতিবারের পর থেকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে থাকবে। কারও উপরে অতিরিক্ত নির্ভর না করে নিজের সিদ্ধান্তে ভরসা রাখুন।
সিংহ (LEO):
সিংহ রাশির জাতক-জাতিকাদের জন্য এই সপ্তাহটি উৎসাহ ও উন্নতির। যাঁরা কোনও বড় দায়িত্বের অপেক্ষায় ছিলেন, তাঁদের হাতে সুযোগ আসবে। ব্যবসায়ীরা নতুন লগ্নির সুযোগ পেতে পারেন এবং সেটি লাভজনকও হবে। সৃজনশীল পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য এটি সোনার সময়—নতুন প্রকল্প বা কাজের অফার আসবে। প্রেমে একটু মন খারাপ থাকলেও আপনি কৌশলে সব ঠিক করে ফেলবেন। পরিবারে বড় কারও সঙ্গে দূরত্ব কমবে। স্বাস্থ্যও ভালো থাকবে, তবে উচ্চ রক্তচাপ বা ঘাড়-কোমরের ব্যথা নিয়ে সতর্ক থাকুন।
কন্যা (VIRGO):
এই সপ্তাহে কন্যা রাশির জাতক-জাতিকাদের একটু সতর্ক থাকতে হবে। বিশেষ করে আর্থিক বিনিয়োগ বা ঋণগ্রহণের ক্ষেত্রে ভুল সিদ্ধান্তে বিপদ হতে পারে। কোনও পুরনো বন্ধু বা আত্মীয়র সঙ্গে মতবিরোধ হওয়ার আশঙ্কা রয়েছে। তবে যাঁরা লেখালেখি, গবেষণা বা শিক্ষার সঙ্গে যুক্ত, তাঁদের জন্য এই সপ্তাহটি শুভ। প্রেমের ক্ষেত্রে সতর্কতা জরুরি—অপ্রয়োজনীয় সন্দেহ থেকে সমস্যা বাড়তে পারে। সপ্তাহের শেষদিকে কিছুটা স্বস্তি মিলবে এবং পুরনো ঝামেলা কাটিয়ে উঠতে পারবেন। অফিসে কারও কাছ থেকে নতুন প্রস্তাব পেতে পারেন, যা ভবিষ্যতের জন্য লাভজনক হবে।
তুলা (LIBRA):
তুলা রাশির জন্য এটি একেবারে আশাব্যঞ্জক সপ্তাহ। মানসিক প্রশান্তি ও পেশাগত সাফল্য—দুটোই একসঙ্গে পাবেন। যাঁরা দীর্ঘদিন ধরে কর্মক্ষেত্রে অবমূল্যায়নের শিকার হচ্ছিলেন, তাঁরা এবার স্বীকৃতি পাবেন। ব্যবসায় লাভ, সরকারি কাজের সুরাহা এবং আইনি জটিলতার নিষ্পত্তি—সবই সম্ভব এই সপ্তাহে। প্রেমিক-প্রেমিকার মধ্যে দূরত্ব কমবে, নতুন করে সম্পর্ক মজবুত হবে। পারিবারিক দিকটাও সুখের থাকবে। তবে কোনও বড় সিদ্ধান্ত নেওয়ার আগে বয়োজ্যেষ্ঠের পরামর্শ নিলে ভালো হবে। সপ্তাহের শেষে কোনও শুভ অনুষ্ঠানেও যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে।
বৃশ্চিক (SCORPIO):
বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের জন্য সময়টা কিছুটা রূঢ় হতে পারে। বিশেষ করে কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে বিরোধ বা হঠাৎ কোনও ভুল সিদ্ধান্ত সমস্যায় ফেলতে পারে। স্বাস্থ্য নিয়েও উদ্বেগ তৈরি হতে পারে—বিশেষ করে কাশি, গলা বা রক্তচাপ সম্পর্কিত সমস্যা। প্রেমের ক্ষেত্রে অনিশ্চয়তা থাকবে, তবে সম্পর্ক ভাঙার সম্ভাবনা নেই। সপ্তাহের মাঝামাঝি থেকে অর্থভাগ্য কিছুটা ভালো হবে—পুরনো পাওনা টাকা ফেরত পেতে পারেন বা কোনও অর্থনৈতিক সুযোগ আসতে পারে। ধৈর্য ধরে চললে সপ্তাহের শেষে পরিস্থিতি বদলাবে।
ধনু (SAGITTARIUS):
ধনু রাশির জন্য এই সপ্তাহটা সৃজনশীলতার। নতুন কিছু শেখার সুযোগ পাবেন, বিশেষত যাঁরা মিডিয়া, শিক্ষা বা সাহিত্য জগতে কাজ করেন। প্রেমে পুরনো ভুলভ্রান্তি মিটে যেতে পারে এবং সম্পর্কের মধ্যে রোমান্টিকতা বাড়বে। আর্থিক দিকও শুভ—আয় বৃদ্ধি ও সঞ্চয় দুই-ই সম্ভব। বিদেশে পড়াশোনা বা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন যাঁরা, তাঁদের জন্য শুভসংবাদ আসতে পারে। তবে অতিরিক্ত আত্মবিশ্বাস থেকে সাবধান থাকুন, কারণ তাতে ভুল সিদ্ধান্ত নেওয়ার ঝুঁকি থাকে। পরিবারের ছোট কারও জন্য গর্বিত অনুভব করবেন।
মকর (CAPRICORN):
মকর রাশির জাতকদের জন্য সপ্তাহটি মিশ্র। একদিকে পেশাগত ক্ষেত্রে বড় সুযোগ আসবে, অন্যদিকে ঘরে-বাইরে চাপ কিছুটা বাড়বে। বিশেষ করে সংসারে কোনও বড় সিদ্ধান্ত নিতে হলে সাবধান হতে হবে। অর্থপ্রাপ্তির সম্ভাবনা থাকলেও খরচও বাড়তে পারে, তাই ব্যয় সামলে চলুন। প্রেমে টানাপড়েন থাকবে—কাউকে কিছু বোঝাতে চাইলে রাগ নয়, ভালোবাসার ভাষা বেছে নিন। পড়ুয়াদের জন্য সময়টা অনুকূল—প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য আসতে পারে। সপ্তাহের শেষদিকে শরীর খারাপ হতে পারে, বিশেষ করে ঠান্ডা বা জ্বরের সমস্যা।
কুম্ভ (AQUARIUS):
কুম্ভ রাশির জাতক-জাতিকাদের জন্য সপ্তাহটা ব্যস্ততায় কাটবে। পেশাগত দিক দিয়ে নতুন দায়িত্ব আসতে পারে, যা ভবিষ্যতে উন্নতির পথ খুলে দেবে। যাঁরা ফ্রিল্যান্সিং বা চুক্তিভিত্তিক কাজ করেন, তাঁদের জন্য ভালো রোজগারের সুযোগ আসবে। প্রেমের ক্ষেত্রে পুরনো ভুল বোঝাবুঝি ঠিক হওয়ার সম্ভাবনা। পরিবারের কেউ আপনার পরামর্শে উপকৃত হবে, ফলে আপনার গুরুত্ব বাড়বে। সপ্তাহের শেষে ভ্রমণের সুযোগ আসতে পারে, তবে সেটা আনন্দদায়কই হবে। অর্থ ও স্বাস্থ্য নিয়ে খুব বেশি চিন্তা করার দরকার নেই, পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে।
মীন (PISCES):
মীন রাশির জাতকদের জন্য এটি আত্মবিশ্বাস ফিরে পাওয়ার সপ্তাহ। যাঁরা গত কয়েক সপ্তাহ ধরে আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছিলেন, তাঁরা এবার পুরনো ছন্দে ফিরবেন। কর্মক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে—নতুন প্রজেক্ট, নতুন দায়িত্ব। আর্থিক দিকও মজবুত হবে, বিশেষত যাঁরা শিল্প, সংগীত, লেখালেখি কিংবা কোচিং-এর সঙ্গে যুক্ত। প্রেমে মিষ্টি মুহূর্ত কাটবে এবং সিঙ্গলরা নতুন কারও সঙ্গে পরিচিত হতে পারেন। শরীর-স্বাস্থ্যের দিক থেকে কেবলমাত্র হজমের দিকে একটু নজর দিন। বাকিটা সময় শান্তিপূর্ণ এবং ফলদায়ক হবে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত কলকাতা টিভি অনলাইনের নেই। কলকাতা টিভি অনলাইন জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
দেখুন আরও খবর: