ওয়েব ডেস্ক: বৈশাখ গিয়ে জৈষ্ঠ্য মাস। বাজারে দেখা নেই বিখ্যাত বোম্বাই লিচুর। বারুইপুরের বাজার ছেয়েছে জামরুল আর বিভিন্নরকম আমে। এপ্রিলের শুরু থেকেই দেশি লিচু দেখা যায় বিভিন্ন বাজারে। মে মাসে চলে আসে বোম্বাই লিচু। কিন্তু এখনও নেই দেখা। জেলা থেকে শহরের বাজারেও একই ছবি।
আরও পড়ুন :
জামাই ষষ্ঠীতে জামাইয়ের পাতে এবার কি আদেও লিচু দিতে পারবেন তা নিয়ে বেশ চিন্তায় শ্বশুর শাশুড়ীরা। লিচু ঢুকলে লিচুর বাজারও যে বেশ জমজমাট হবে তাও আশাবাদী ব্যাবসায়ীরা। বারুইপুরেরে লিচু বরাবরই বেশ বিখ্যাত। প্রতিবছর এইসময় বাজার ছেয়ে থাকে বোম্বাই লিচুতে। এ রাজ্যের পাশাপাশি অন্য রাজ্যতেও যায় সেই লিচু।
এক কৃষকের কথায়, দেশি লিচু এখন খুবই অল্প । এখন বাজারে থাকার কথা বোম্বাই লিচুর। কারণ, বোম্বাই লিচুর ফলন একটু পরে হয়। কিন্তু সেই লিচুর ফলন এবারে তেমন হয়নি। তাই ব্যবসা এখনও জমেনি।
দেখুন আরও খবর :