ওয়েব ডেস্ক: পূর্ব মেদিনীপুরের (West Midnapore) তমলুক (Tamluk) টাউন ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটির নির্বাচনে বিপুল ভোটে জিতল তৃণমূল কংগ্রেস (Tmc)। দিনভর এই সমবায় নির্বাচনকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছিল। সমবায়ে রয়েছে ৫৮টি আসন। রবিবার সকালে ভোট হয় ৪৫টি আসনে। বাকি আসনে বিনা প্রতিদ্বন্দায় জয় লাভ করে তৃণমূল। এখনও পর্যন্ত ৪১টি আসনে জয়লাভ করেছে তৃণমূল। ফলপ্রকাশের পর উচ্ছ্বসিত তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী ও সমর্থকেরা।
আরও পড়ুন: কোঅপারেটিভ সোসাইটি ব্যাঙ্কের নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা তমলুকে
তমলুক টাউন ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি ব্যাঙ্কের (Tamluk Town Credit Co-operative Society Bank) নির্বাচনকে কেন্দ্র করে বিজেপি-তৃণমূল ধুন্ধুমার (TMC-BJP Clash) বীরভূমে (Birbhum)। এদিন দু’পক্ষের মধ্যে বচসা থেকে বিবাদের সূত্রপাত। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় তমলুক থানার বিরাট পুলিশবাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সময় লাগে বেশ কিছুক্ষণ।
নিউটাউন এলাকা থেকে মজনু গাজী ও রহড়া এলাকা থেকে মহম্মদ কামাল শেখকে গ্ৰেফতার করল রহড়া থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, মজনু গাজী বাংলাদেশের খুলনা দৌলতপুরের বাসিন্দা। আর কামাল শেখ খুলনার কাথমার চর গ্ৰামের বাসিন্দা। ধৃতদের কাছ থেকে একটি ওয়ান শাটার বন্দুক ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে রহড়া থানার পুলিশ। রবিবার তাদের বারাকপুর আদালতে তোলা হবে।
দেখুন আরও খবর: