কলকাতা: পুলিশের মার খাওয়ার পরও জখম হয়েও বিকাশ ভবনে (Bikash Bhavan) মাটি কামড়ে হকের দাবিতে পড়ে রয়েছেন চাকরিহারারা (Unemployed Teachers)। চাকরিহারা পাঁচ শিক্ষককে বিধাননগর উত্তর থানায় তলব করা হয়েছে তাঁদের। অন্যদিকে কলেজ স্কোয়্যারে অবস্থানে চাকরিপ্রার্থীরা। কলেজ স্কোয়্যারে ২০২২-এর টেট উত্তীর্ণ প্রার্থীদের অবস্থান। নিয়োগের বিজ্ঞপ্তি জারির দাবিতে প্রাথমিকের চাকরিপ্রার্থীদের অবস্থান। মুখে কালি লেপে প্রতিবাদ টেট উত্তীর্ণদের। পাশাপাশি বিকাশ ভবনের সামনে শিক্ষকদের আন্দোলনে শামিল হয়েছে শিশুরাও। শিক্ষকদের আন্দোলনে শিশুদের শামিল করা হল কেন? এই মর্মে বিধাননগর পুলিশের কাছে জবাব তলব করল রাজ্যের শিশু সুরক্ষা কমিশন (West Bengal Child Rghts Protection Commission)।
বিকাশ ভবনের (Bikash Bhawan) সামনে গণ্ডগোলের ঘটনায়, ৫ জন শিক্ষক- শিক্ষাকর্মীকে তলব করল বিধাননগর উত্তর থানায় (Bidhannagar North Police Station) । চাকরিহারা চিন্ময় মণ্ডলের বক্তব্য, “যেটা বলা হচ্ছে, সরকারি সম্পত্তি নষ্ট, সরকারি কর্মীদের হুমকি দেওয়া জন্য তলব করা হয়েছে। আমাদেরই লাঠি দিয়ে মারা হল, আমরাই রক্তাক্ত হলাম, আমরাই যন্ত্রণায় কাতরাচ্ছি, আবার আমার বিরুদ্ধেই এফআইআর! চাকরিহারাদের (Jobless) বিক্ষোভে উত্তপ্ত বিকাশ ভবন চত্বর। বৃহস্পতিবার বেলা ১২টা থেকে তাঁদের অবস্থান কর্মসূচি চলছে। রবিবার তা চতুর্থ দিনে পড়ল। বিকাশ ভবনের সামনের রাস্তায় তাঁরা বসে আছেন। বৃহস্পতিবার চাকরিহারাদের (Jobless) বিকাশ ভবন অভিযানকে ঘিরে ধন্ধুমার পরিস্থিতি তৈরি হয়।
আরও পড়ুন: বিকাশ ভবনের সামনে গণ্ডগোলের জের, ৫ জন শিক্ষক-শিক্ষাকর্মীকে তলব বিধাননগর উত্তর থানায়
বিকাশ ভবনের সামনে শিক্ষকদের আন্দোলনে শামিল হয়েছে শিশুরাও। শিক্ষকদের আন্দোলনে শিশুদের শামিল করা হল কেন? এই মর্মে বিধাননগর পুলিশের কাছে জবাব তলব করল রাজ্যের শিশু সুরক্ষা কমিশন। শিশু সুরক্ষা কমিশনের জবাব তলব বিপদ আরও বাড়িয়েছে। যদিও আন্দোলনে শিশুদের শামিল করা নিয়ে পুলিশকেই নোটিস পাঠিয়েছেন রাজ্যের শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন তুলিকা দাস। মনে করা হচ্ছে, এসবের জেরে শিক্ষকদের আন্দোলন কিছুটা জটিলতার মুখে পড়ল।
অন্য খবর দেখুন