দূর্গাপুর: বিস্ফোরণে কেঁপে উঠল দুর্গাপুরের (Bomb Blast Durgapur) আরতি গ্রাম। রবিবার সকালে একটি পরিত্যক্ত বাড়িতে বোমা বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে। দুর্গাপুর ফরিদপুর ব্লকের লাউ দোহা থানার অন্তর্গত আরতি গ্রামের উত্তরপাড়ায় বিস্ফোরণের ঘটনা ঘটে। পরিত্যক্ত বাড়ির মধ্যে মজুত ছিল বোমা আর তা ফেটে ই বিপত্তি দাবি স্থানীয়দের।বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে বাড়ির একাংশ ভেঙে পড়েছে। ঘটনায় আহত হয়েছে এক শিশু। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে দুর্গাপুর-ফরিদপুর থানা এলাকার আরতি গ্রামে বোমা বিস্ফোরণ হয়। একটি পরিতক্ত বাড়িতে বিস্ফোরণ ঘটে, তার জেরে ভেঙে পড়ে ওই পরিত্যক্ত বাড়ি একটি অংশ। এই ঘটনায় পাশের বাড়ির এক শিশু জখম হয়। বিস্ফোরণের সময় বাড়ির সামনেই একটি শিশু ঘোরাঘুরি করছিল। দেওয়াল ভেঙে জখম হয় শিশু। আতঙ্কিত এলাকার মানুষ। ঘটনাস্থলে আসে ফরিদপুর থানার পুলিশ এসে বিপদজনক টেপ দিয়ে বাড়িটিকে ঘিরে রাখে । যদিও স্থানীয়দের দাবি যে ওই বাড়িতে বোমা রাখা ছিল আর তা থেকেই ঘটে বিস্ফোরণ। দুটি তাজা বোমাও উদ্ধার হয়েছে। স্থানীয়দের নজর এড়িয়ে কীভাবে ওই বাড়িতে বোমা রাখা হয়েছিল? সেই প্রশ্ন উঠেছে। গোটা বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।
আরও পড়ুন: জমি বিবাদকে কেন্দ্র করে ধুন্ধুমার নদীয়ার ফুলিয়ায়
অন্য খবর দেখুন