ওয়েবডেস্ক- বীরভূমে (Birbhum) হল কোর কমিটির (Core Committee) বৈঠক। গত দেড় মাস ধরে কোনও বৈঠক করেনি বীরভূমের কোর কমিটি। গত ১৯ এপ্রিল সিউড়িতে কমিটির বৈঠক হওয়ার কথা থাকলেও হয়নি। কারণ তৎকালীন কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী আনুষ্ঠানিকভাবে সেই বৈঠক ডাকেনি। রবিবার বোলপুরের (Bolepur) দলীয় কার্যালয়ে কোর কমিটির বৈঠক হয়। অনুব্রতের ডাকা মিছিলেই সিলমোহর কোর কমিটির। তৈরি হল বীরভূমে জেলা কমিটির হোয়াটস গ্রুপ।
তবে বীরভূমে (Birbhum) শেষ কথা যে অনুব্রত (Anubrata Mondal), তা এখনও বজায় আছে। বীরভূম তৃণমূলের সভাপতি থেকে আপাতত সরিয়ে দেওয়া হয়েছে অনুব্রত মণ্ডলকে। কিন্তু পদে না থাকলেও তিনি মধ্যমণি।
এদিন বৈঠক চলাকালীনই অনুব্রত মণ্ডলকে ফোন করেন দলনেত্রী। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দায়িত্ব নিয়ে সবাইকে একসঙ্গে নিয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন। বীরভূমে যা ঘোষিত কর্মসূচি তা সম্পন্ন করারও নির্দেশ দিয়েছেন তিনি। এই বৈঠকে হাজির ছিলেন কাজল শেখ (Kajal Sheikh) । তাদের সকলকে একসঙ্গে দলের হয়ে কাজ করার কথা বলা হয়েছে। বৈঠকে ছিলেন অনুব্রত মণ্ডল, জেলা পরিষদের সভাধিপতি ফায়জুল হক ওরফে কাজল শেখ, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ, সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী, তৃণমূল নেতা সুদীপ্ত ঘোষ। সমস্ত কিছু নথিভুক্ত করার জন্য ছিলেন আই প্যাকের দুই প্রতিনিধি। রামপুরহাট, সিউড়ি ও বোলপুরে অনুব্রত মণ্ডলে আয়োজন করা মহামিছিলের অনুমোদন দিয়েছে কোর কমিটি।
আরও পড়ুন- কোর কমিটির বৈঠক চলাকালীনই অনুব্রতকে ফোন মুখ্যমন্ত্রীর কী কথা হল?
এবার শুক্রবার তৃণমূলে সাংগঠনিক রদবদলেও বীরভূম জেলা সংগঠনের দায়িত্ব দেওয়া হয়েছে কোর কমিটিকে। বাদ পড়েছেন আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী। জেলা চেয়ারপার্সনের দায়িত্ব পেয়েছেন বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়। এই দায়িত্ব পেয়েই বৈঠকের ডাক দেন কোর কমিটির চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায়।
সাংবাদিক বৈঠকে আশিস বন্দ্যোপাধ্যায় বলেন, সোশ্যাল মিডিয়ায় অনুগামীদের বিভাজন মূলক পোস্ট করলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। অনুব্রত মণ্ডলের পূর্ব নির্ধারিত কর্মসূচিতে সিলমোহর দিয়েছে কোর কমিটি৷ সেইসঙ্গে আশিস বন্দ্যোপাধ্যায় জানান, কোনও বিভাজন নেই। আগামীদিনে সবাই মিলে যৌথ সিদ্ধান্ত নিয়ে দল চলবে। বিধানসভা নির্বাচন পরিচালনা করবে কোর কমিটিই৷
দেখুন ভিডিও-