ওয়েবডেস্ক- পাকিস্তানের (Pakistan) হয়ে চরবৃত্তি (spy) করার অভিযোগে হরিয়ানা থেকে এক মহিলা ইউটিউবার সহ ১০ জন গ্রেফতার করেছে। তাদের মধ্যে রয়েছে ২৬ বছরের আরমান (Arman)। এই আরমানও হরিয়ানার নুহের বাসিন্দা।
ওই যুবক পাকিস্তানে সেনার তথ্য পাচার করত বলে অভিযোগ। এমনকী দিল্লির পাক দূতাবাসের (Delhi Pakistan Embassy) এক কর্মচারীর সঙ্গেও তার যোগাযোগ ছিল। হোয়াটসঅ্যাপে কথাবার্তা হত। তার কাছ থেকে দীর্ঘ একটি হোয়াটসঅ্যাপ চ্যাট উদ্ধার করেছে। ভিডিও ও ছবি উদ্ধার হয়েছে।
হরিয়ানার নুহ জেলা থেকে শনিবার তাকে গ্রেফতার করা হয়েছে। নুহ পুলিশ সূত্রে খবর, ভারতীয় সেনা ও সামরিক পরিকল্পনার গুরুত্বপূর্ণ তথ্য সে গোপনে পাকিস্তানে সরবরাহ করত। দিল্লির পাক দূতাবাসের এক কর্মচারীর মাধ্যমেই আরমান তার কাজকর্ম চালাত। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছ থেকে খবর পেয়ে, ওই যুবককে গ্রেফতার করে পুলিশ।
আরও পড়ুন- অপারেশন সিঁদুরের সাফল্য বিশ্বের দরবারে তুলে ধরতে ৭ টিম, কারা কারা রয়েছে দেখুন
দীর্ঘদিন ধরেই পাকিস্তানি গুপ্তচর হিসেবে কাজ কর্ম চালিয়ে যাচ্ছিল আরমার। সোশ্যাল মিডিয়া, হোয়াটস গ্রুপের মাধ্যমে আরমান সেই তথ্য আদান প্রদান করত। তার মোবাইল ফোনে একাধিক পাকিস্তানের নাম্বার পাওয়া গেছে। ভিডিও, ছবি সব ওই নাম্বারে পাঠাত সে। গ্রেফতারের পর আরমানকে আদালতে তোলা হয়। ৬ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু হয়েছে।
শনিবার হরিয়ানা থেকে গ্রেফতার করা হয় ট্রাভেল ব্লগার জ্যোতি মালহোত্রাকে (Travel blogger Jyoti Malhotra) । পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির কাজ করত। তার বিনিময়ে মোটা পেত সে পাকিস্তান থেকে। জ্যোতির, ‘ট্রাভেল উইথ জো’, নামে একটি ইউটিউব চ্যানেলেও রয়েছে। যার প্রায় ৪ লক্ষ ফলোয়ার।
জ্যোতির পাশাপাশি গুজালা নামে আরও এল মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। পাক চর সন্দেহে গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছে মালেরকোটলার ইয়াসিন মহম্মদ, হরিয়ানার কৈঠালের দেবেন্দ্র সিং ধিলো, ও নুহের আরমান। এছাড়াও রয়েছে নোমান ইলাহী উত্তরপ্রদেশের কৈরানার বাসিন্দা। দেবেন্দর সিং,হরিয়ানার কাইথাল জেলার গুহলা এলাকা থেকে গ্রেফতার। উত্তরাখণ্ডের রুরকির রাকিব খান, যে ভাতিন্দা ক্যান্টনমেন্টে দর্জির কাজ করত। বিহারের সমস্তিপুরের মুচি সুনীল কুমারকে গ্রেফতার করা হয়েছে, তার ফোন ফরেনসিক পরীক্ষার অধীনে আছে। গত ৩ মে, সেনা সেনানিবাস এবং বিমানঘাঁটির তথ্য ছবি তোলার অভিযোগে অমৃতসরে পলক শের মাসিহ এবং সুরজ মাসিহ নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছিল। অমৃতসর কেন্দ্রীয় কারাগারের বন্দী হরপ্রীত সিং ওরফে পিট্টু ওরফে হ্যাপির মাধ্যমে তারা আইএসআইয়ের সঙ্গে যোগাযোগ করেছিল বলে জানা গেছে।
তদন্তকারীদের অনুমান, গুপ্তচরদের কাছে তথ্য পাচার করার একটি চক্র তৈরি হয়েছে এ দেশে। এই চক্র মূলত পঞ্জাব এবং হরিয়ানায় সক্রিয় হয়ে উঠেছে।
দেখুন আরও খবর-