ওয়েবডেস্ক: বেড়াতে যাওয়ার স্মৃতি আজ ভয়াবহ। কাল সকাল পর্যন্ত সব ঠিক ঠাক ছিল। আনন্দ, উচ্ছ্বাসে মেতে ছিল পরিবারগুলি। তখনও তাদের জানা ছিল না, কি অপেক্ষা করছে তাদের জন্য। কিন্তু ভূস্বর্গের রূপ পালটে গেল। নিখুঁত নিশানায় তাদের দিকে ছুটে এল বুলেট (Militant Attack) ।
আর কয়েক সেকেন্ডে মধ্যে মাটিতে লুটিয়ে পড়লেন একাধিক পর্যটক। কাশ্মীরের বৈসারণ ( Kashmir Baisaran) এক ভয়াবহ নারকীয় হত্যাকাণ্ডের সাক্ষী থাকল। জঙ্গিদের আক্রোশের বলি হলেন ২৬ জন পর্যটক। সেই ২৬ জন নিহতে তালিকা প্রকাশ করল কেন্দ্র সরকার (Central Goverment)।
১) ইন্দোরের বাসিন্দা সুশীল নাথ্যিয়াল (বাবা: জয়রাইদ নাথ্যিয়াল)
২) অনন্তনাগের (জম্মু-কাশ্মীর) বাসিন্দা সৈয়দ আদিল হুসেন শাহ (বাবা: সৈয়দ হায়দার শাহ)
৩) মুম্বইয়ের বাসিন্দা হেমন্ত সুহাস যোশী (বাবা: দুরভ যোশী)
৪) হরিয়ানার বাসিন্দা বিনয় নরওয়াল ( বাবা: রাজেশ নরওয়াল)
৫) মহারাষ্ট্রের বাসিন্দা অতুল শ্রীকান্ত মণি (বাবা: শ্রীরাম আচল)
৬) উত্তরাখণ্ডের বাসিন্দা নিরাজ উধাওয়ানি (বাবা: প্রদীপ কুমার)
৭) পশ্চিমবঙ্গের বাসিন্দা বিতান অধিকারী (বাবা: বীরেশ্বর অধিকারী)
৮) নেপালের বাসিন্দা সুদীপ নিউপান (বাবা: কুশাল রাজ নিউপান)
৯) উত্তরপ্রদেশের বাসিন্দা শুভম দ্বিবেদী (বাবা: মনোজ দ্বিবেদী )
১০) ওড়িশার বাসিন্দা প্রশান্ত কুমার (বাবা: বালেশ্বর) .
১১) পুরুলিয়ার ঝালদার বাসিন্দা (বিহার সংলগ্ন) মণীশরঞ্জন মিশ্র (সরকারি কর্মকর্তা) (বাবা: মঙ্গলেশ মিশ্রা)
১২) কেরলের বাসিন্দা এন রামচন্দ্র: (বাবা: নারায়ণ মেনন)
১৩) মুম্বইের বাসিন্দা সঞ্জয় লক্ষণ লালি (বাবা: লক্ষ্মণ লালি)
১৪) চণ্ডীগড় বাসিন্দা দীনেশ আগরওয়াল (বাবা: পি সি আগরওয়াল)
১৫) কলকাতার বাসিন্দা সমীর গুহ (বাবা: শশী গুহ)
১৬) মুম্বইয়ের বাসিন্দা দিলীপ দেশালি (বাবা: নাম জানা যায়নি)
১৭) বিশাখাপত্তনামের বাসিন্দা যে সচিন্দ্র মোলি ( বাবা: নাম জানা যায়নি)
১৮) বেঙ্গালুরুর বাসিন্দা মধুসূধন এস (বাবা: ত্রিরুলুপালা এস)
১৯) মহারাষ্ট্রের বাসিন্দা সন্তোষ জাগদা (বাবা: একনাথ জাগদা)
২০) কর্নাটকের বাসিন্দা মঞ্জুনাথ রাও (বাবা: মহাবাল্লা রাও)
২১) মহারাষ্ট্রের বাসিন্দা কস্তুবা জি (বাবা: নাম জানা যায়নি)
২২) বেঙ্গালুরু বাসিন্দা ভারতভূষণ ( বাবা: চাণা ভেরাপ্পা)
২৩) গুজরাতের বাসিন্দা সুমিত পারমার (বাবা: ইয়েতেশ পারমার)
২৪) গুজরাতের বাসিন্দা ইয়েতেশ পারমার (সুমিতের বাবা)
২৫) অরুণাচল প্রদেশের বাসিন্দা তাগেহালিং (বাবা: নাম জানা যায়নি )
২৬) গুজরাতের বাসিন্দা শইলেশভাই এইচ (বাবা: নাম জানা যায়নি )
ইতিমধ্যেই পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহত পর্যটকদের পরিজনদের সঙ্গে দেখা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন শ্রীনগরে শাহকে দেখে কান্নায় ভেঙে পড়লেন মৃতদের পরিজনরা। তাঁদের সমবেদনা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। জঙ্গিরা কোনওভাবে ছাড়া পাবে না বলে আশ্বাস দিয়েছেন তিনি। নিহতদের পরিবারকে পাশে থাকার আশ্বাস মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। জঙ্গিদের উপযুক্ত জবাব দেওয়া হবে তীব্র হুঙ্কার দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
দেখুন অন্য খবর: