ওয়েব ডেস্ক: ‘তারক মেহতা কা উল্টা চশমা'(Taarak Mehta Ka Ooltah Chashmah) সিরিয়াল খ্যাত অভিনেতা ললিত মনচন্দাকে(Actor Lalit Manchanda) মিরাটে তার বাড়িতে মৃত(Dies) অবস্থায় পাওয়া গেছে। তার বয়স হয়েছিল ৩৬ বছর। প্রাথমিক তদন্তে আত্মহত্যা(Suicide) করেছে বলে ধারণা। আর্থিক সমস্যা ও হতাশার কারণেই এমনটা হতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও ঘটনাস্থল থেকে কোন সুসাইড নোট পুলিশ পায়নি।
আরও পড়ুন:
নিজেরই বাড়িতে ঝুলন্ত অবস্থায় লালিতের মরদেহ পাওয়া গেছে। ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।
টেলিভিশন শো ছাড়াও বেশ কিছু বলিউড চলচ্চিত্রে তাকে পার্শ্বর চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। তবে সম্প্রতি অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে সময় কাটছিল অভিনেতার। মাস ৬ তারিখ আগে পরিবার নিয়ে মুম্বই থেকে মিরাটে ফিরে যান। ললিত মনচন্দা এক দশকেরও বেশি সময় ধরে মুম্বইতে ছিলেন এবং ছয় মাস আগে তার ভাই সঞ্জয় মনচন্দার সাথে মিরাটে চলে আসেন।
সিনে অ্যান্ড টিভি আর্টিস্টস অ্যাসোসিয়েশন (CINTAA) প্রয়াত অভিনেতাকে শ্রদ্ধা জানিয়ে লিখেছে, “CINTAA ললিত মনচন্দার (২০১২ সাল থেকে সদস্য) মৃত্যুতে শোক প্রকাশ করছে।”