Placeholder canvas
কলকাতা শুক্রবার, ০৩ মে ২০২৪ |
K:T:V Clock

Placeholder canvas
‘ধর্ষক’ বাবা চাইলেও মা চান না সন্তানের ডিএনএ টেস্ট, বিস্মিত আদালত
পীযূষকান্তি নাগ Published By:  • | Edited By:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ জুলাই, ২০২১, ০৪:৩৯:৪৮ পিএম
  • / ৭৩৮ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By:

আমরা যতই আইন মেনে কাজ করি না কেন সেই আইনের সুফল সমাজের সর্বত্র প্রভাব ফেলতে ব্যর্থ। যার ফলে সমাজের ক্রিমিনাল চিন্তাভাবনার জেরে সমাজে কিছু কিছু ব্যক্তিকে কষ্ট পেতে হচ্ছে। সম্প্রতি একটি মামলায় মা ও সন্তানের ডিএনএ পরীক্ষায় রাজি না হওয়ায় বিচারপতি শিবকান্ত প্রসাদের এই মন্তব্য।

জেলে বসে বাবা নিত্যানন্দ (কাল্পনিক নাম) চেয়েছিলেন তার সন্তান ও তার বিরুদ্ধে অভিযোগকারী অনিন্দিতার (কাল্পনিক নাম) DNA টেস্ট করাতে। আদালতের নির্দেশ মতো অনিন্দিতা হাজির হয়েছিলেন কলকাতা হাইকোর্টে। আদালতে দাঁড়িয়ে অনিন্দিতা সাফ জানিয়ে দিলেন তিনি DNA টেস্টে রাজি নয়। হতবাক বিচারপতি শিবকান্ত প্রসাদ। বিচারপতির মন্তব্য:—

১) সেকি আপনি চান না ওই সন্তানের বাবা কে তা জানতে।

২) মা হিসাবে আপনি তো নিশ্চয়ই জানেন ওই সন্তানের বাবা কে বলুন।

অনিন্দিতার স্বীকারোক্তি জেলে থাকা চৈতন্য ওর বাবা।

৪) তাহলে আপনার তো উনাকেই বিবাহ করা উচিত ছিল। আপনি উনাকে বিয়ে না করে আপনি অন্য জনকে বিয়ে করলেন কেন?

৫) সমাজে এসব কি হচ্ছে একজন মেয়ে ছেলেদের দিকে তাকালেই তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়ে যাচ্ছে।

৬) একজন মহিলা তাঁর কর্তা বাইরে থাকা অবস্থায় অন্য একজনের সঙ্গে সম্পর্ক তৈরি করছে। যখন কর্তার নজরে আসছে তখন সেই ছেলেটির বিরুদ্ধে ধর্ষণের কেস দিয়ে দেওয়া হচ্ছে। সমাজে এই ধরনের ঘটনা বন্ধ হওয়া দরকার।

৭) বর্তমান স্বামী জানেন যে ওই শিশুটির জন্ম কিভাবে হয়েছে। তিনি কি শিশুটিকে গ্রহণ করেছেন।

অনিন্দিতা–হ্যাঁ তিনি সব জানেন শিশুটিকে তিনি সাদরে গ্রহণ করেছেন।

৮) অভিযুক্ত তো বলছে শিশুটি তার নয় তাহলে শিশুটি আসলে কার? আপনি সঠিক কথা বলছেন তো? আপনার বর্তমান স্বামীর সঙ্গে সেই সময় আপনার নিশ্চয়ই সম্পর্ক ছিল। সে সব জেনেশুনেই গ্রহণ করেছে।

৯) আপনাকে বলছি আপনি ডিএনএ টেস্ট করিয়ে নিন। শিশুটির ভবিষ্যতের কথা ভেবে। আপনার কথা অনুযায়ী যদি ধরে নেওয়া যায় যে অভিযুক্তের সন্তান ওই শিশুটি। তাহলে ভবিষ্যতে অভিযুক্তের সম্পত্তির ওপরে তার অধিকার থাকবে আপনি যদি এখন ডিএনএ টেস্টে রাজি হন তাহলে সেই বিষয়টি পরিষ্কার হয়ে যাবে।

অনিন্দিতা — আমার বর্তমান স্বামী চায় না ডিএনএ টেস্ট হোক।

১১) তাহলে শিশুটি কী অভিযুক্তের নয়।

১২) আপনি যদি আবার বিবাহ করলেন তাহলে উনার বিরুদ্ধে অভিযোগ করলেন কেন এইভাবে কেস করলেন কেন। সন্তানটি যদি অভিযুক্তের হয়ে থাকে আপনার তো উচিত ছিল উনাকে বিবাহ করার। কেন তা না করে আপনি অন্য জনকে বিবাহ করলেন।

১৩) তাহলে আপনার সঙ্গীটি বর্তমান স্বামীর আগে থেকেই পরিচয় ছিল?

১৪) একটা লোক দীর্ঘদিন ধরে জেলে বসে রয়েছে সে কষ্ট করছে আপনি অন্য একজনকে বিবাহ করে নিয়ে সুখে আছেন এটা কি ঠিক।

১৫) আপনাকে খুব ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করছি অভিযুক্তকে কি জেল থেকে ছেড়ে দেবো?

মাথা নেড়ে সম্মতি দেন অনিন্দিতা

১৬) আমরা যতই আইন মেনে কাজ করি না কেন সেই আইনের সুফল সমাজের সর্বত্র প্রভাব ফেলতে ব্যর্থ। যার ফলে সমাজের ক্রিমিনাল চিন্তাভাবনাই এই ধরনের ঘটনা ঘটাচ্ছে এবং কিছু কিছু ব্যক্তিকে তার জন্য কষ্ট পেতে হয়।

যদিও এই মন্তব্যগুলোকে আদালতে নথিভূক্ত করেননি বিচারপতি শিবকান্ত প্রসাদ।

আগামী ১৮ অগস্ট তিনি পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন সেদিনই নির্ধারিত হবে অভিযুক্ত চৈতন্যের ভবিষ্যৎ কি হবে তিনি কি জেল থেকে ছাড়া পাবেন।

অভিযুক্তের আইনজীবী নীলাদ্রি শেখর ঘোষ ও জীশান হোসেনের মতে অভিযুক্ত ওই বাচ্চার পিতা নয়। উল্লেখ্য শিশুটির বয়স বর্তমানে তিন বছর।

সরকারি আইনজীবী অনিকেত মিত্র বলেন—অনিন্দিতা যখন অভিযোগ দায়ের করেছিল, তখন সেই অভিযোগের ভিত্তি ছিল তিনি বিবাহের প্রতিশ্রুতি পেয়ে তাঁর সঙ্গে মিলিত হন। কিন্তু পরে তাঁকে বিবাহ করা হয়নি। পরবর্তীকালে নিত্যানন্দের জেল হেফাজতের সাজা হওয়ার পর তিনি নিজের সামাজিক সম্মান রক্ষা করতে বিবাহের সিদ্ধান্ত নেন।

৭ বছর পর ‘সন্তানের পিতৃত্ব’ নিয়ে সন্দেহ প্রকাশ করে সম্প্রতি আদালতের কাছে ডিএনএ পরীক্ষার আর্জি জানিয়েছিলেন জেলবন্দি ‘ধর্ষক বাবা’। তারই প্রক্ষিতে আদালতে বিচারপতির এই বয়ান বিশেষ তাৎপর্যপূর্ণ।

আরও পড়ুন: সন্তান কার, আদালতে ডিএনএ রিপোর্ট চাইলেন বাবা

উত্তর দিনাজপুরের হেমতাবাদ থানার অন্তর্গত বাসিন্দা অনিন্দিতাকে (কাল্পনিক নাম) গৃহ শিক্ষক হিসাবে পড়াতেন নিত্যানন্দ বর্মন। তার সঙ্গে অনিন্দিতার ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। ২০১৪ সালে অনিন্দিতার পরিবার হেমতাবাদ থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগ, অনিন্দিতার যখন ১৭ বছর বয়স, তখন গৃহশিক্ষক নিত্যানন্দ তাঁকে ১১ থেকে ১২ বার ধর্ষণ করে এবং তাতে অনিন্দিতা গর্ভবতী হয়ে পড়ে। নাবালিকাকে ধর্ষণের অভিযোগে নিত্যানন্দর বিরুদ্ধে পস্কো আইনে মামলা শুরু হয়। ২০১৫ সালে অনিন্দিতা এক পুত্র সন্তানের জন্ম দেয়। রায়গঞ্জের স্পেশাল কোর্টে চলে বিচার প্রক্রিয়া। বিচার প্রক্রিয়া চলাকালীন অনিন্দিতা স্বীকার করেন যে তাঁর সঙ্গে নিত্যানন্দের ভালোবাসার সম্পর্ক গড়ে উঠেছিল। ২০১৭ সালের ২ অগস্ট রায়গঞ্জ স্পেশাল কোর্ট নিত্যানন্দকে ৭ বছরের জেলের নির্দেশ দেয়। পরবর্তীকালে অনিন্দিতার অন্যত্র বিবাহ হয়। সন্তানটি বর্তমানে অনিন্দিতার কাছেই রয়েছে। এদিকে আদালতের রায়ে জেল হয় নিত্যান্দর।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০ ১১
১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৮
১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪ ২৫
২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১  
আর্কাইভ

এই মুহূর্তে

তৃণমূলের বেশি ক্ষতি করছেন কুণাল, অভিযোগ পার্থর
শুক্রবার, ৩ মে, ২০২৪
চাকরিহারাদের পাশে থাকার বার্তা প্রধানমন্ত্রীর
শুক্রবার, ৩ মে, ২০২৪
পলিট্রিক্সের গ্রিনরুম | নেপথ্যচারী অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়
শুক্রবার, ৩ মে, ২০২৪
বেআইনি নির্মাণ, কলকাতা পুলিশকে টাস্ক ফোর্স গড়ার নির্দেশ আদালতের
শুক্রবার, ৩ মে, ২০২৪
তৃণমূলের তোলাবাজি আর চলতে দেব না, হুমকি মোদির
শুক্রবার, ৩ মে, ২০২৪
অসুস্থ কৌশিক সেনের মা অভিনেত্রী চিত্রা সেন
শুক্রবার, ৩ মে, ২০২৪
বিচারাধীন বন্দির অধিকার প্রসঙ্গে কমিশনের কোনও এক্তিয়ার নেই, জানাল দিল্লি হাইকোর্ট
শুক্রবার, ৩ মে, ২০২৪
নিজাম প্যালেসে শেখ সিরাজকে হাজিরার নির্দেশ
শুক্রবার, ৩ মে, ২০২৪
রজনীকান্তের জীবন এবার বড়পর্দায়
শুক্রবার, ৩ মে, ২০২৪
আমার শূন্যপদে আইপ্যাকের শীর্ষকর্তাকে বসানো হোক, দলকে আর্জি বিক্ষুব্ধ কুণালের
শুক্রবার, ৩ মে, ২০২৪
বিজেপি নেতাকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ
শুক্রবার, ৩ মে, ২০২৪
৪৪টি বসন্ত পেরিয়ে ধর্মেন্দ্রর প্রেমে আজও রঙিন হেমা
শুক্রবার, ৩ মে, ২০২৪
শনিবার পর্যন্ত চরম তাপপ্রবাহের সতর্কবার্তা
শুক্রবার, ৩ মে, ২০২৪
দামোদরের বুকে অবৈধ বালি খাদানের রমরমা
শুক্রবার, ৩ মে, ২০২৪
আলিপুরদুয়ারের জয়গাঁ সড়কে ট্রাকে অতিষ্ঠ জনজীবন
শুক্রবার, ৩ মে, ২০২৪
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.   Privacy Policy
Developed By KolkataTV Team