কলকাতা: এবার ভূমিকম্প হলো চাঁদে (Moon)। এমনটাই ইসরোকে (ISRO) জানিয়েছে ল্যান্ডার বিক্রম (Lander Vikram)। না, কোনও গল্প কথা নয় একেবারে সত্যি। এমনটাই জানিয়েছেন ইসরোর বিজ্ঞানীরা। গত ২৬ অগাস্ট ল্যান্ডার বিক্রম চাঁদে একটি ‘প্রাকৃতিক’ ভূমিকম্প চিহ্নিত করেছে।
ISRO জানিয়েছে, চন্দ্রযান ৩-র ল্যান্ডার বিক্রম, যা বর্তমানে চন্দ্রপৃষ্ঠে কাজ করছে তা চাঁদে ভূমিকম্পের ঘটনা বুঝতে পেরেছে। প্রজ্ঞান রোভার (Pragyan Rover) এবং অন্যান্য পেলোডগুলিও এই সম্পর্কিত ডেটা পাঠিয়েছে এবং সেই বিষয়ে এখন রিসার্চ করে খতিয়ে দেখছেন বিজ্ঞানীরা৷
আরও পড়ুন: চাঁদের মাটিতে গোল করে পাক খাচ্ছে প্রজ্ঞান, ভিডিও প্রকাশ ইসরোর
ইসরো আরও জানিয়েছে, ল্যান্ডারের ভূমিকম্প শনাক্তকারী পেলোড ইলসা (ইনস্ট্রুমেন্টস ফর লুনার সিসমিক অ্যাক্টিভিটি) এই কম্পন শনাক্ত করেছে। এর আগেও রোভার প্রজ্ঞান এবং অন্যান্য পেলোডের কারণে হওয়া কম্পন ধরা পড়েছিল ইলসায়। কিন্তু ২৬ অগাস্টের কম্পন কী কারণে হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। পেলোড ইলসা-র প্রাথমিক উদ্দেশ্য হল, ল্যান্ডার বিক্রমের অবতরণস্থলের আশপাশের মাটির কম্পন এবং এর প্রভাব সংক্রান্ত তথ্য সংগ্রহ করা।
Chandrayaan-3 Mission:
In-situ Scientific ExperimentsRadio Anatomy of Moon Bound Hypersensitive Ionosphere and Atmosphere – Langmuir Probe (RAMBHA-LP) payload onboard Chandrayaan-3 Lander has made first-ever measurements of the near-surface Lunar plasma environment over the… pic.twitter.com/n8ifIEr83h
— ISRO (@isro) August 31, 2023
Chandrayaan-3 Mission:
In-situ Scientific ExperimentsInstrument for the Lunar Seismic Activity (ILSA) payload on Chandrayaan 3 Lander
— the first Micro Electro Mechanical Systems (MEMS) technology-based instrument on the moon —
has recorded the movements of Rover and other… pic.twitter.com/Sjd5K14hPl— ISRO (@isro) August 31, 2023