Placeholder canvas
কলকাতা সোমবার, ২১ এপ্রিল ২০২৫ |
K:T:V Clock
ইস্ট বেঙ্গলের আই এস এল খেলার সম্ভাবনা ক্রমশ বাড়ছে
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  • | Edited By:
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ জুলাই, ২০২১, ০৬:২৯:৪৩ পিএম
  • / ৫৫৭ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By:

শেষ পর্যন্ত কী হবে তা এখনও ভবিষ্যতের গর্ভে হলেও আসন্ন আই এস এল-এ শ্রী সিমেন্ট ইস্ট বেঙ্গলের খেলার সম্ভাবনা বাড়ছে।

না, এখন পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে দেখা করার দিনক্ষণ জানিয়ে আবেদন করেননি লাল হলুদের প্রাক্তন ফুটবলাররা। তাদের সভা যেদিন হয়েছে সেদিন বিকেলেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চার দিনের সফরে দিল্লি গিয়েছেন। সেখান থেকে ফিরলে তাঁর সঙ্গে বৈঠকের আবেদন করা হবে বলে প্রাক্তনদের পক্ষ থেকে জানানো হয়েছে। আর মুখ্যমন্ত্রী প্রাক্তনদের সঙ্গে বসলেই যে সব সমস্যার সমাধান হয়ে যাবে এমন ভাবার কোনও কারণ নেই।

আরও পড়ুন: অলিম্পিক শুরু হতেই জাপানে বাড়ল করোনা সংক্রমণের হার

তবে কী ভাবে উজ্জ্বল হচ্ছে শ্রী সিমেন্ট ইস্ট বেঙ্গলের আই এস এল খেলার সম্ভাবনা?

এ বছর আই এস এল খেলার অন্যতম শর্ত হচ্ছে ক্লাব লাইসেন্সিংয়ের সব শর্ত পূরণ করা। যেহেতু গত বছর একেবারে শেষ মুহুর্তে ইস্ট বেঙ্গল আই এস এল খেলার ছাড়পত্র জোগার করতে পেরেছিল এবং তখন প্রথম কাজ ছিল টিমটা গড়া, তাই ক্লাব লাইসেন্সিংয়ের দিকে সেভাবে নজর দেওয়ার সময় ছিল না। আই এস এল যারা চালায় সেই এফ এস ডি এল-এর অনুরোধে এ এফ সি-ও ইস্ট বেঙ্গলকে ছাড় দিয়েছিল। শ্রী সিমেন্টকে বলা হয়েছিল, সামনের মরসুমের আগে সেটা সম্পন্ন করতে হবে। সেই লাইসেন্সিং-এর জন্য সব নথিপত্র দিয়ে আবেদন করার শেষ দিন হচ্ছে ৩১ জুলাই। সুখের কথা, শ্রী সিমেন্ট গতকালই সেই কাজ শুরু করেছে। শ্রী সিমেন্ট ইস্ট বেঙ্গলের সি ই ও শিবাজি সমাদ্দার বললেন, “শেষ পর্যন্ত আমরা টিম গড়ব কিংবা দল মাঠে নামব কি না তা নিয়ে বলার মতো পরিস্থিতি এখনও আসেনি। কিন্তু যদি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে ইস্ট বেঙ্গল ক্লাবের চুক্তি সম্পাদন হয়, তাহলে যাতে টিম নামাতে অসুবিধে না হয়, তার জন্য আমরা লাইসেন্সিং পর্ব মিটিয়ে রাখার চেষ্টা করছি। গতকালই আমরা কাগজপত্র জমা দেওয়া শুরু করেছি। আশা করছি ৩১ জুলাইয়ের মধ্যে প্রয়োজনীয় সব কিছু জমা দিতে পারব।”

আরও পড়ুন: ফের হার রানি রামপালদের, পরের রাউন্ডের রাস্তা আরও কঠিন করল ভারত

এরই পাশাপাশি আরও একটি ব্যাপার আই এস এল-এ ইস্ট বেঙ্গলে খেলার সম্ভাবনা উজ্জ্বল করেছে। শ্রী সিমেন্ট ভারতের চতুর্থ বড় সিমেন্ট প্রস্তুতকারক সংস্থা। তবে তাদের সব কিছুই উত্তর ভারত এবং পশ্চিম ভারতকে কেন্দ্র করে। কলকাতায় তাদের সদর দফতর হলেও এ রাজ্যে তাদের কোনও উৎপাদক ইউনিট ছিল না। সেই অভাব খুব তাড়াতাড়ি মিটতে চলেছে। শ্রী সিমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে পুরুলিয়ার রঘুনাথপুরে তারা ৬০০ একর জমি কিনেছে বাজার থেকে। এখন সেখানে ফ্যাক্টরি তৈরির কাজ শুরু হবে। ২০২৩ সালের মধ্যে ফ্যাক্টরি নির্মান সম্পূর্ণ হলে সেখানে বছরে ৩০-৪০ লক্ষ টন সিমেন্ট তৈরি হবে। ভারতের পুর্বাঞ্চলে বিশেষ করে পশ্চিমবঙ্গে এখন সিমেন্টের চাহিদা খুব বেশি। এবং এই উৎপাদিত সিমেন্টের বেশির ভাগই বাংলায় বিক্রি হবে বলে তাদের আশা।

যদিও শ্রী সিমেন্ট যে ৬০০ একর জমি কিনেছে তার পিছনে কোনও সরকারি সাহায্য নেই। তারা সরকারের কাছে আবেদন না করে বাজার থেকে জমি কিনেছে। তবে রঘুনাথপুরে ফ্যাক্টরি গড়ে সিমেন্ট উৎপাদন করতে গেলে বিদ্যুৎসহ বেশ কিছু জিনিসের দরকার যা সরকারি স্তর থেকেই সংগ্রহ করতে হবে। এই প্রেক্ষিতে রাজ্য সরকারের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেই এগোতে হবে হরিমোহন বাঙ্গুরদের। এবং এখানেই ময়দানের ফুটবল মহল মনে করছে রাজ্যে সিমেন্ট ফ্যাক্টরি তৈরি করে সিমেন্ট উৎপাদন করতে গিয়ে সরকারের সঙ্গে কোনও রকম দ্বন্দ্বে যাবে না শ্রী সিমেন্ট। আর মুখ্যমন্ত্রীর মাধ্যমে যেহেতু ইস্ট বেঙ্গলের সঙ্গে তাদের গাঁটছড়া বাঁধা হয়েছে, মুখ্যমন্ত্রীর রফা সূত্র তাদের মেনে নেওয়াটাই হবে দস্তুর।

এগ্রিমেন্টের আগে যে টার্ম সিটে সই করেছিল ইস্ট বেঙ্গল ক্লাব তা যে ঠিকমতো পড়ে সই করা হয়নি তা নিয়ে ক্লাবের সমালোচনা করতে পিছপা হননি প্রাক্তনরা। তাঁরা বলেছেন, সই করার আগে ক্লাবের আরও যত্নবান হওয়া উচিত ছিল। আর এই সবের পর ক্লাব যখন এগ্রিমেন্টের কপি ভালভাবে পড়ে সই করতে চাইছে না, তখন মুখ্যমন্ত্রী নিশ্চয়ই সেই এগ্রিমেন্টে সই করতে বলবেন না। যে সতেরোটি শর্তে ক্লাবের আপত্তি আছে তার সব কটা শ্রী সিমেন্ট না মানলেও বেশ কয়েকটি তো মানতেই হবে। যার মধ্যে অন্যতম হল, দু পক্ষের সম্মতিতেই বিচ্ছেদ হবে। এখন পর্যন্ত এগ্রিমেন্টে আছে, শ্রী সিমেন্ট ইচ্ছে করলেই নিজের থেকে বিচ্ছেদ করতে পারবে।

শেষ পর্যন্ত হয়তো ইস্ট বেঙ্গল এবং শ্রী সিমেন্টের ঝামেলা মিটে যাবে। কিন্তু কী হবে টিমের? গত আই এস এল-এর পর কোচ রবি ফাউলার ১২জন ভারতীয় প্লেয়ারের নাম বলে গিয়েছিলেন, যাদের এই মরসুমে রাখা যেতে পারে। কিন্তু ক্লাব ও ইনভেস্টরদের গণ্ডগোলে সেই বারোজনই অপেক্ষা না করে অন্য ক্লাবে সই করে দিয়েছেন। এখন শেষ বাজারে দল গড়তে নেমে ভাল স্বদেশি ফুটবলার পাওয়া মুশকিল। ভরসা শুধু বিদেশি ফুটবলার। তবে এবার তো বিদেশির সংখ্যা কমেছে। সাত জনের বদলে সই করতে পারবে ছয় জন। আর পাঁচ জনের বদলে খেলতে পারবে চারজন। তাই টিম হয়তো নামবে। তবে ভাল টিম হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।

তবে আপাতত যা অবস্থা, আই এস এল-এ টিম যদি নামাতে পারে ইস্ট বেঙ্গলের, তাহলেই কোটি কোটি সমর্থক স্বস্তির নিঃশ্বাস ফেলবেন।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০ ১১ ১২
১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯
২০২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬
২৭ ২৮ ২৯ ৩০  
আর্কাইভ

এই মুহূর্তে

প্রয়াত পোপ ফ্র্যান্সিস, জানিয়ে দিল ভ্যাটিকান
সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
সবুজ মনোকিনিতে অবিবাহিত আমিশাকে দেখে ভক্তরা বলছে ‘অন্তঃসত্ত্বা’! কেন?
সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
চোখে লঙ্কার গুঁড়ো, হাত পা বেঁধে ধারালো অস্ত্রের কোপ! খুন কর্নাটকের প্রাক্তন ডিজিপি
সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
নিশিকান্ত দুবের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা
সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
অসুস্থ রাজ্যপাল! দেখতে গেলেন মুখ্যমন্ত্রী
সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
বাংলায় ৩৫৫ প্রয়োগ করার আর্জির শুনানিতে ‘বড়’ মন্তব্য সুপ্রিম কোর্টের
সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
মেয়র নির্বাচন থেকে সরল আপ, দিল্লিতে এবার ট্রিপল ইঞ্জিন সরকার
সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
১০ দিন পর মুর্শিদাবাদে খুলল স্কুল, বাড়ি ফিরলেন ঘরছাড়ারা
সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
রোহিত শেট্টির অ্যাকশন থ্রিলারে কি এবার যীশু! অভিনেতার পোস্টে গুঞ্জন !
সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
লিভারপুলের অপেক্ষা বাড়ল, ফের হার ম্যান ইউয়ের
সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
প্রকাশ পেল ‘ভোগ’ এর ট্রেলার
সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
প্রাথমিকে ৩২ হাজার চাকরি বাতিল মামলার শুনানি আগামী সপ্তাহে
সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
ভারতে পা রাখলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স,  দেওয়া হল গার্ড অফ অনার
সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
আজই কি যোগ্য-অযোগ্য তালিকা প্রকাশ করবে কমিশন?
সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
ফের আইআইটি খড়গপুরে ছাত্রের রহস্যমৃত্যু, উদ্ধার ঝুলন্ত দেহ
সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team