বাঁকুড়া: অঞ্চল কার্যালয়ে তালা ঝুলিয়ে জেলা সভাপতিকে চিঠি দিয়ে দল ছাড়লেন (Resignation) তৃণমূলের ৮ পঞ্চায়েত (Panchayat) সদস্য। অস্বস্তি বাড়ল তৃণমূলের (TMC)। ঘটনাটি বাঁকুড়ার (Bankura) আন্দারথোল এলাকার। শুক্রবার সকালে আন্দারথোল (Andarthole) তৃণমূল অঞ্চল কার্যালয়ে তালা দিয়ে দেন তাঁরা। এরপর জেলা তৃণমূল সভাপতিকে (President) চিঠি দিয়ে দল ছাড়ার কথা ঘোষণা করেন তৃণমূলের ৮ জয়ী সদস্য। তৃণমূলের অঞ্চল সভাপতি ও ব্লক সভাপতির বিরুদ্ধে প্রবল ক্ষোভ উগরে দিলেন তৃণমূলের বিক্ষুব্ধরা। এই ঘটনায় অস্বস্তিতে ব্লক ও জেলা তৃণমূল নেতৃত্ব। বিক্ষুব্ধদের হুঁশিয়ারি এবার সদস্য পদ থেকেও পদত্যাগ করবেন তারা।
শুক্রবার ছিল বাঁকুড়া ১ নং ব্লকের আন্দারথোল গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন। সেই পঞ্চায়েতে তৃণমূল সংখ্যাগরিষ্ঠ হয়েও প্রধানের পদ পায় বিজেপি। উপ প্রধান পায় তৃণমূল। প্রধানের পদ তফশিলি উপজাতি সংরক্ষিত। সেই সদস্য তৃণমূলের হাতে ছিল না। তাই পঞ্চায়েতের প্রধানের পদ হাতছাড়া হয়েছে তৃণমূলের। উপ প্রধানের পদ পেয়েছেন তৃণমূলের তাইবুল হক। তৃণমূলের উপ প্রধানের পদ ঘিরেই তৃণমূলের অন্দরে দেখা দিয়েছে দ্বন্দ্ব। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, তৃণমূলের উপ প্রধান হিসেবে মনোনীত করা হয় মণিদীপা মন্ডল কে। অভিযোগ ব্লক ও অঞ্চল সভাপতি বিজেপি ও সিপিএম এর সঙ্গে গোপন আঁতাত করে উপ প্রধানের দায়িত্ব তুলে দেয় তাইবুল হক নামে তৃণমূলের সদ্যসের হাতে। এই ঘটনা মেনে নিতে পারেনি তৃণমূলের অনান্য সদস্যরা।
আরও পড়ুন: বসিরহাটে মমতার সাজিয়ে দেওয়া পঞ্চায়েত দখল করল বিজেপি
শুক্রবার সকালে দলের ব্লক সভাপতি ও অঞ্চল সভাপতি বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও একনায়কতন্ত্রের অভিযোগ তুলে দলের অঞ্চল কার্যালয়ে তালা ঝুলিয়ে জেলা ও ব্লক সভাপতিকে চিঠি পাঠিয়ে দল ছাড়লেন তৃণমূলের জয়ী সদস্যরা। আগামীদিনে পঞ্চায়েতের সদস্য পদ থেকেও পদত্যাগ করবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষুব্ধ ৮ তৃণমূলের পঞ্চায়েত সদস্য। এই ঘটনায় বেশ অস্বস্তি বাড়ল তৃণমূলের তা বলাই যায়। তবে এই বিষয়ে বাঁকুড়া ১ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি অংশুমান বন্দ্যোপাধ্যায় বলেন, যেভাবে বিরোধীদের সাহায্য নিয়ে তাইবুল হক উপ প্রধান হয়েছেন সে ব্যাপারে দল কড়া পদক্ষেপ নেবে।