নদীয়া: নদীয়ার কালীগঞ্জে শুট আউট। বাইক ছিনতাই করতে গেলে তা বাধা দিলে গুলিবিদ্ধ হয় এক যুবক। নদীয়ার কালিগঞ্জ থানা পলাশী এক নম্বর গ্রাম পঞ্চায়েতর বাথান গাছি এলাকার ঘটনা। আহতের নাম আসান সেখ, বয়স ২৫ বছর। ঘটনার ফলে গুরুতর ভাবে আহত হয় আসন। তাই তড়িঘড়ি করে তাঁকে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ সূত্রে খবর, ওই যুবক বাইকে করে আসছিল তখনই পেছনদিক থেকে তিনজন মোটরবাইকে করে, এসে তাঁকে বাইক থামাতে বলে। এরপর তাঁর কাছ থেকে বাইক কেড়ে নিতে যায়। কিন্তু আসন বাইক দিতে রাজি না হলে দুষ্কৃতীদের সঙ্গে বসচা বাঁধে দুপক্ষের। শুরু হয় হাতাহাতি। এর পরেই দুষ্কৃতীদের মধ্যে একজন আগ্নেয়াস্ত্র বের করে ওই যুবককে উদ্দেশ্য করে গুলি চালায়। গুলি ওই যুবকের ডান হাতে লাগে এবং যন্ত্রনায় কাতর হয়ে আসন সেখানে পড়ে যায়। দুষ্কৃতরা সেই সুযোগে চম্পট দেয়। এদিকে গুলির শব্দ পেয়ে রাস্তায় বেরিয়ে এসে স্থানীয়রা দেখেন রক্তাত অবস্থায় রাস্তায় পড়ে চটপট করছে আসন। সময় নষ্ট না করেই আসনকে ওই স্থান থেকে উদ্ধার করে দ্রুত শক্তিনগর হাসপাতালে নিয়ে যায়।
আরও পড়ুন: টাকা প্রধান হওয়ার অভিযোগ আমডাঙায়
হাসপাতাল পৌঁছে হাসান জানান, তার বুক লক্ষ্য করে গুলি চালায় সেই মুহূর্তে সে সরে যাওয়াতে তার ডান হাতে গুলি লাগে।